Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ রানে ৬ উইকেট নেয়া বোলান্ড আর খেলারই সুযোগ পাবেন না!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ২:৫৭ পিএম
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৭ রান দিয়ে ৬টি উইকেট নেন পেসার অভিষিক্ত স্কট বোলান্ড। তার এমন ভয়ানক বোলিংয়ে ইংল্যান্ড মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায়। আর তিনি জিতে নেন ম্যাচসেরার পুরষ্কার৷ 
 
তবে ৩২ বছর বয়সে অভিষেক হওয়া স্কট বোলান্ড খুব সম্ভবত আর কখনো টেস্ট ম্যাচ খেলবেন না। মানে তার অভিষেক ম্যাচটিই তার ক্যারিয়ারের প্রথম ও শেষ ম্যাচ।
 
বোলান্ড মূলত দলে সুযোগ পেয়েছিলেন জস হ্যাজেলউড, ঝাই রিচার্ডসন ও মাইকেল নেসার ফিট না থাকায়৷  সিডনি টেস্টে ফিরে আসছেন হ্যাজেলউড বা রিচার্ডসন। ফলে বোলান্ডকে বসে যেতে হবে। 
 
সাবেক অধিনায়ক রিকি পন্টিং এ ব্যপারে একটু আভাস দিয়েছেন। এ ব্যপারে তিনি বলেন, ‘ধারনা করা যায় এটি সম্ভবত তার শেষ টেস্ট ম্যাচ। এটা অবাক করার মতো। তার বয়স প্রায় ৩৩। সে ৭ রানে ৬টি উইকেট নিয়েছে। হ্যাজেলউডকে দলে ফিরে আসতে হবে। ঝাই রিচার্ডসনও তার চেয়ে এগিয়ে আছে।’  
 
‘যদি হ্যাজেলউডকে নিয়ে সমস্যা থাকে৷ তখন প্রশ্ন জাগবে কাকে নেয়া হবে রিচার্ডসন না-কি বোলান্ডকে? এটা হবে দল নির্বাচনের ক্ষেত্রে বড় বিষয়।’ যোগ করেন পন্টিং।
 
তাছাড়া অধিনায়ক প্যাট কামিন্সও ইঙ্গিত দিয়েছেন বোলান্ডের না খেলার ব্যপারে। তিনি প্রথমে বোলান্ডকে নেয়ার জন্য নির্বাচকদের ধন্যবাদ জানান। কিন্তু পরক্ষনেই জানিয়ে দেন বোলান্ড সিডনি টেস্টে তাদের পরিকল্পনায় নেই। এ ব্যপারে তিনি বলেন, ‘আশা করি রিচার্ডসনকে পাওয়া যাবে, হ্যাজেলউডকে পাওয়া যাবে। তাছাড়া আমাদের হাতে আছে মাইকেল নেসারও। জানিনা কে সুযোগ পাবে। সিডনি হবে স্পিনিং ট্র্যাক। আর এক্ষেত্রে আমাদের সঙ্গে আছেন মিচেল সুইপসন। অসাধারণ।’


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ