Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেয়া হবে: মেয়র প্রার্থী তৈমূর

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১:৩৪ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র (হাতি মার্কা) মেয়র প্রার্থী এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, আল্লাহর রহমতে যদি আমি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে এই নারায়ণগঞ্জ হবে জনতার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হবে একটি গণমুখি সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনে কোন ঠিকাদারির সিন্ডিকেট হবে না, কোন ব্যবসার সিন্ডিকেট হবে না।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে দেওভোগ আব্দুল হাকিম কন্ট্রাক্টর জামে মসজিদে এশার নামাজ শেষে গণসংযোগের পর সেখানে উপস্থিত সকল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষের জন্য হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেয়া হবে। দেশে যত সিটি কর্পোরেশন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি হোল্ডিং ট্যাক্স দিতে হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনগনের। নারায়ণগঞ্জে হোল্ডিং ট্যাক্স দিতে হয় ২২ ভাগ। আর অন্যান্য সিটি কর্পোরেশনে ১২, ১৫ সর্বচ্চ ১৭ ভাগ হোল্ডিং ট্যাক্স দিতে হয়।
এ সময় তার সাথে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় অনেক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র প্রার্থী তৈমূর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ