বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সেমিনারের আয়োজন করেছে খুলনা জেলা বিএনপি। বেলা ৩টায় খুলনা প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য অধ্যাপক মাজিদুল ইসলাম। গতকাল (বুধবার) নগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত খুলনা জেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড: গাজী আব্দুল বারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড: শফিকুল আলম মনা। বক্তৃতা করেন আমির এজাজ খান, গাজী তফসির আহমেদ, খান আলী মুনসুর, সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান বাবুল, শেখ আব্দুর রশিদ, খান জুলফিকার আলী জুলু, আবু হোসেন বাবু, সরদার আলাউদ্দিন মিঠু, মনিরুল হাসান বাপ্পী, জি এম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, ডা: আব্দুল মজিদ, হাসনাত রিজভী মার্শাল, মোল্লা মোশারফ হোসেন মফিজ, জিয়াউর রহমান জিকু, আব্দুর রকিব মল্লিক, তৈয়েবুর রহমান, আসলাম পারভেজ, প্রমুখ। সভায় আদালত প্রাঙ্গণ থেকে মাইক্রোবাসে তুলে নেয়ার পর গত তিন মাস যাবৎ নিখোঁজ আবুল কাশেম কালা মেম্বারের সন্ধান দাবি করে এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।