Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরল্যান্ড-এমবাপ্পে একসঙ্গেই যেতে পারেন রিয়ালে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১০:৫৭ এএম
নতুন বছরের প্রথম মাস জানুয়ারি উঁকি দিচ্ছে। আর জানুয়ারী মাসে হবে ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন দল-বদল। তাই এখনই চলছে কথাবার্তা।  কোন কোন বড় তারকা আসন্ন দল-বদলে দল পরিবর্তন করবেন।  
 
এবার যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তারা হলেন পিএসজির কিলিয়ান এমবাপ্পে ও বরুশিয়া ডর্টমুন্ডের এরলিং হরল্যান্ড। 
 
পিএসজির সঙ্গে এ মৌসুম শেষে এমবাপ্পের চুক্তি শেষ হয়ে যাবে। এরপর তিনি ফ্রিতে চলে যাবেন যে কোন ক্লাবে। চাইলে এ জানুয়ারীতেও নতুন ক্লাব বেঁছে নিতে পারেন। অন্যদিকে হরল্যান্ড জানুয়ারীতেই ডর্টমুন্ড ছাড়বেন বলে শোনা যাচ্ছে। 
 
আর তাদের দুইজনের গন্তব্য হতে পারে একই। সেটি রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের পুরো ইচ্ছে হলো রিয়ালে যোগ দেয়া। গত মৌসুমে তিনি রিয়ালে আসার জন্য সব চেস্টা করেন।  কিন্তু পিএসজির একগুয়েমির কারণে সেটি সম্ভব হয়নি। অথচ পিএসজিকে রিয়াল ১৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। 
 
অপরদিকে হরল্যান্ডের ইচ্ছা ছিল বার্সাতেও যাওয়ার।  তবে বর্তমানে বার্সার যে অবস্থা তাতে  সেখানে যাওয়ার সম্ভাবনা কম তার। হরল্যান্ড যেতে চান এমন ক্লাবে, যাদের একটি ভালো প্রজেক্ট আছে। শিরোপা জেতার ইচ্ছা আছে বা সামর্থ্য আছে। 
 
বর্তমান ফুটবল বিশ্বে দুই তরুণ বড় তারকাকে একসঙ্গে আনার বিষয়টি রিয়ালের জন্য সহজ হবে না। তবে এটি আবার অসম্ভবও হবে না।  কারণ বার্সার মতো তাদের আর্থিক সমস্যা নেই। আবার ক্লাবের অবস্থাও ভালো। তারা এ মৌসুমে লা লিগার শিরোপা জয়ের দিকে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ