Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই গ্রুপের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ত্রিশাল ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা : ত্রিশাল উপজেলার খিরু নদীর চেলেরঘাট ব্রিজের পূর্বপাশে মাগুড়জোড়া এলাকায় আরিফ গ্রুপ ও মঠবাড়ী ইউনিয়নের রায়মুনি এলাকায় আকিজ গ্রুপ সদীর জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ এ ব্যাপারে প্রশাসনের নজরদারি ও হস্তক্ষেপ না থাকায় প্রভাবশালীরা নদী দখল করে ইন্ডাস্ট্রি স্থপনের কাজ এখনো বহাল রেখেছে। উপজেলার চেলেরঘাট খিরু নদীর ব্রিজের পূর্বপাশে মাগুড়জোড়া এলাকায় আরিফ গ্রুপ কোম্পানির একটি প্রজেক্ট খিরু নদীর বিশাল একটি অংশ দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। সীমানা প্রাচীর নির্মাণকালে বিষয়টি স্থানীয় এলাকাবাসি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে সাময়িকভাবে কাজ বন্ধ হলেও পরে স্থানীয় প্রভাবশালী মহলের সহযোগিতায় প্রাচীরের নির্মাণ কাজ অব্যাহত রেখেছে বলে জানা গেছে। এ ব্যাপারে হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কয়েক মাস হলো চেয়াম্যানের দয়িত্ব পেয়েছি। তাই এখনো এ বিষয়ে কোনো পদক্ষেপ নেইনি।
অপরদিকে খিরু নদীর মঠবাড়ী ইউনিয়নের রায়মনি নামক স্থানে আকিজ গ্রুপ প্রায় অর্ধেক নদী দখল করে ইন্ডাস্ট্রি স্থাপন করে যাচ্ছে। সচেতন মহলের দাবি প্রশাসনিকভাবে দ্রুত পদক্ষেপ না নিলে নদী দখল রোধ সম্ভব হবে না। দখলদারদের হাত থেকে নদীগুলো রক্ষা না পেলে ইরি-বোরো আবাদে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। এতে ভবিষ্যতে খাদ্য ঘাটতি ও শহরে জলাবদ্ধতা দেখা দিতে পারে। এছাড়াও খর¯্রােতা নদীগুলো হারাবে তার রূপ ও আপন গতি। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আব্দুল কদ্দুস ম-ল বলেন, আকিজ গ্রুপ কি মূলে নদী ভরাট করেছে আমি এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে কাগজপত্র চেয়েছি। কিন্তু তারা এখনো কোনো কাগজপত্র দেখাতে পারেনি।  এসকল বিষয়ে আকিজ গ্রুপ ও আরিফ গ্রুপের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেও  যোগাযোগ করা সম্ভব হয়নি। নদী দখলের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, আমি ত্রিশালে যোগদানের পর এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই গ্রুপের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ