Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সানজামুল দ্যুতিতে জিতল উত্তরাঞ্চল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

সবুজ ঘাসের ছোঁয়া থাকা উইকেটে তৃতীয় দিনেও বোলারদের জন্য মিলল যথেষ্ট সহায়তা। সুযোগটা বেশি কাজে লাগালেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। ৮ উইকেট নিয়ে তিনি লক্ষ্যটা রাখলেন নাগালে। ইসলামী ব্যাংক প‚র্বাঞ্চলকে সহজেই হারাল বিসিবি উত্তরাঞ্চল। গতকাল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে তৃতীয় দিন উত্তরাঞ্চলের জয় ৬ উইকেটে। ১১১ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ২৮ ওভারে।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৬৬ রানে গুটিয়ে যাওয়া পূর্বাঞ্চল ব্যর্থ দ্বিতীয় ইনিংসেও। বিনা উইকেটে ১৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ২৫৪ রানে অলআউট হয়ে যায় তারা। প্রথম ইনিংসে ১৫৪ রানে এগিয়ে থাকায় উত্তরাঞ্চল পায় ছোট লক্ষ্য। সানজামুল ৮ উইকেট নেন ২০ ওভারে ৯৮ রান দিয়ে। বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড তারই, বিসিএলেই ২০১৬-১৭ মৌসুমে চট্টগ্রামে উত্তরাঞ্চলে হয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৮০ রানে নিয়েছিলেন ৯ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ৩১ বছর বয়সী সানজামুলের হাতেই।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ