Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নড়াইলের জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সন্ত্রাসী হামলার শিকার

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত নজরুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর নড়াইল-২ আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা শেখ হাফিজুর রহমান আহত নজরুল ইসলামকে দেখতে হাসপাতালে যান। এদিকে, এ হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতাকর্মীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। দলীয় নেতাকর্মীরা জানান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে হস্ত-বস্ত্র ও শিল্প মেলার নামে র‌্যাফেল ড্র এবং জুয়া বন্ধের দাবিতে জোরালো প্রতিবাদ করে আসছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম। এ কারণে চিহিৃত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নড়াইলের জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সন্ত্রাসী হামলার শিকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ