Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোভিডে হাসপাতালে ভর্তি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

বাম হাতে ব্যাটিং তান্ডব এবং বল ডান হাতে ২২ গজে প্রতিপক্ষের ব্যাটসম্যানের আতঙ্ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনাভাইরাসে আক্রান্ত। গত সোমবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন রাতেই তিনি বাসায় আইসোলেশনে চলে গিয়েছিলেন।
গতকাল মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসাপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভের অবস্থা স্থিতিশীল। সৌরভ গাঙ্গুলির চিকিৎসার জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের তিন চিকিৎসক হলেন সরোজ মন্ডল, সপ্তর্ষি বসু ও সৌপ্তিক পন্ডা। এ ছাড়াও পরামর্শ নেওয়া হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি ও ডা. আফতাব খানের।
মেডিক্যাল বোর্ড জানিয়েছে, করোনার জন্য যে চিকিৎসা ব্যবস্থা তা অনুসরণ করা হয়। সেই মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি সৌরভের জন্য সোমবার রাতেই শুরু করা হয়েছে।
পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে সৌরভের চিকিৎসা চলছে। গত সোমবার সকালেই প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর তার দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে বলে বেসরকারি হাসপাতাল সূত্রের খবর।
তবে সৌরভ অসুস্থ হলেও তার স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে সৌরভের ভাইরাল লোড ১৯.৫। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, রিপাবলিক ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ