মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাংলায় প্রচলিত একটি প্রবাদ হচ্ছে, ‘মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছে’। কিন্তু সেই প্রবাদ যদি বাস্তবে ঘটে, তা হলে যে কী ভয়ানক পরিস্থিতি হতে পারে। তেমনই একটা জলজ্যান্ত দৃষ্টান্ত প্রকাশ্যে এসেছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি কারখানার এক নিরাপত্তারক্ষীর ক্ষেত্রে তেমনটাই হয়েছে। মাথায় বাজ পড়েছে। আবার সেই ব্যক্তি বেঁচেও গেছেন। এমন ঘটনা সচরাচর শোনা যায় না। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে।
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছিল। কারখানার ভেতরে এক নিরাপত্তারক্ষীকে ছাতা নিয়ে হেঁটে যেতে দেখা যায়। কিছুটা হেঁটে যাওয়ার পরই তার উপর পড়ল বাজ। তারপরই এক বিস্ফোরণে আগুনের ফুলকি ছিটকে বেরোতে দেখা গেল। ভয়ানক সেই দৃশ্য ধরা পড়েছে কারখানারই একটি সিসিটিভি ক্যামেরায়।
রাস্তায় এমন দৃশ্য দেখে শিউরে উঠেছেন অনেকেই। এটাও নিশ্চিত হয়েছেন যে এত বড় ঘটনায় কোনও ভাবেই বেঁচে থাকা সম্ভব নয় ওই ব্যক্তির। কিন্তু সকলের ভাবনাকে ভুল প্রমাণিত করে সেই ব্যক্তি বেঁচে ফিরেছেন। তার তেমন কিছু ক্ষতি হয়নি। শুধু হাতের কিছু অংশ পুড়ে গেছে। সূত্র : ডারবন, মিডিলইস্ট ইন ডটকম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।