Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিত্তাশয়ে ১৪৪০টি পাথর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

একটি বা দুইটি নয়, থালা ভর্তি পাথর বেরুলো একজন রোগীর শরীর থেকে! ছোট ও বড় মিলিয়ে এক হাজার ৪৪০টি! ভারতের পশ্চিমবঙ্গের হুগলির চুঁচুড়ার এক তরুণের পিত্তাশয়ে অস্ত্রোপচার করতে গিয়ে এমন ঘটনায় হতভম্ব চিকিৎসকও! তবে অস্ত্রোপচারের পর সুস্থই আছেন ওই রোগী। পেটে অসহ্য যন্ত্রণা হওয়ায় মাস তিনেক আগে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মিঞারবেড় পীরতলা এলাকার বাসিন্দা বিভাসিন্ধু দত্ত নামে ১৭ বছরের ওই তরুণকে। আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে বহু পাথর রয়েছে তার পিত্তথলিতে। কিন্তু বিভাসিন্ধুর অতিরিক্ত উদ্বেগ ও রক্তক্ষরণের সমস্যা থাকায় সরাসরি অস্ত্রোপচারে রাজি হননি চিকিৎসকেরা। তারা জানান, মাইক্রো সার্জারি করে তার শরীর থেকে পাথরগুলো বের করা হবে। কিন্তু খরচের কথা ভেবে পিছিয়ে আসে বিভাসিন্ধুর পরিবার। এর পরেই তরুণের পরিবারের সঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক কায়ুম খানের পরিচয় হয়। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার পরামর্শ দেন তিনি। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভাসিন্ধুকে ভর্তি করানো হয় তারকেশ্বরের চাঁপাডাঙার একটি বেসরকারি নার্সিংহোমে। রবিবার সেখানেই তার অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচারের পর কায়ুম বলেন, ‘তিন মাস আগে পেটে ব্যথা নিয়ে আমার কাছে এসেছিলেন। আলট্রাসোনোগ্রাফিতে তার পিত্তাশয়ে অত পাথর দেখে চমকে গিয়েছিলাম। অপারেশনের পর তার পিত্তথলি থেকে ১ হাজার ৪৪০টি পাথর বেরিয়েছে। এখনই অপারেশন না করা হলে বিপদ ঘটে যেতে পারতো।’ অস্ত্রোপচারের পর সুস্থই আছেন ওই বিভাসিন্ধু। বিনা খরচে চিকিৎসা পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। ডাক্তার বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। উনি ভগবানের মতো কাজ করলেন। আমি খুশি।’ এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ