Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জার্মানিতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

জার্মানিতে কোভিড নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত হয়েছে। এতে অন্তত ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মানহাইমে এই ঘটনা ঘটে। ডয়চে ভেলের খবরে জানানো হয়, বিক্ষোভকারীরাই পুলিশের উপরে চরাও হন। এতে আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১৩ জন বিক্ষোভকারীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিক্ষোভ আয়োজনের চেষ্টা করায় পুলিশ বাধা দেয়। এদিকে জার্মানির মেকলেনবুর্গ-ফোরপোমান প্রদেশের ২০টি শহরে প্রায় ১৭ হাজার মানুষ সোমবার বিক্ষোভ করেন বলে পুলিশ জানিয়েছে। এই সংখ্যা সপ্তাহখানেক আগের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রদেশটির গুরুত্বপূর্ণ শহর রস্টকে সোমবার সন্ধ্যার বিক্ষোভে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে বিভিন্ন বক্তব্য লেখা ছিল। বিক্ষোভকারীদের অনেকেই মাস্ক পরেননি এবং সামাজিক দূরত্ব মানেননি বলে জানিয়েছে পুলিশ। জার্মানিতে করোনার পঞ্চম ঢেউ ঠেকাতে নতুন বিধিনিষেধ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বৈঠক ডেকেছে জার্মান সরকার। বড়দিনের পর ২৮ ডিসেম্বর থেকে এই বিধিনিষেধ চালু হচ্ছে। টিকাপ্রাপ্ত ও করোনা থেকে সেরা ওঠা ব্যক্তিদের ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে একসঙ্গে মিলিত হওয়ার সংখ্যা সর্বোচ্চ ১০ করতে চাইছে সরকার। ঘরের ভেতর এবং বাইরে সবখানেই এই নিয়ম প্রযোজ্য হতে পারে। ১৪ বছরের কমবয়সি শিশুদের এই নিয়মের আওতার বাইরে রাখার কথা ভাবা হচ্ছে। জার্মানিতে এখন পর্যন্ত ৭০.৩ শতাংশ মানুষ করোনার সব ডোজ টিকা নিয়েছেন। বুস্টার ডোজ নিয়েছেন প্রায় ৩১.৫ শতাংশ মানুষ। সোমবারের হিসাবে দেশটিতে এক দিনে নতুন করে ১৬ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরও ১১৯ জন। ডিডবিøউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ