Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ৮:১৮ পিএম

এক ম্যাচ জিতেই ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। মঙ্গলবার বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে বাংলাদেশ পুলিশ এফসি’কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। বিজয়ী দলের হয়ে আরিফুর রহমা ও এনকুলুলেকো তাওয়ালা একটি করে গোল করেন।

তিন দলের গ্রুপে এক ম্যাচ জিতে ৩ পয়েন্ট পেয়েছে চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ১ পয়েন্ট পেয়ে সাইফ স্পোর্টিং ক্লাবও জায়গা পেয়েছে কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে দুই ম্যাচে এক পয়েন্ট পেয়ে বিদায় নিয়েছে স্বাধীনতা কাপের সেমিফাইনালে খেলা পুলিশ।

স্বাধীনতা কাপে অগোছালো ফুটবল খেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ফেডারেশন কাপে দুই বিদেশি ছাড়াই পুলিশের বিপক্ষে ছন্দময় ফুটবল খেলেছে চট্টগ্রাম আবাহনী। মারুফুল হকের শিষ্যরা ম্যাচের শুরুতেই পুলিশের রক্ষণে হানা দেয়। ২৪ মিনিটে চট্টগ্রাম প্রথম গোলের দেখা পায়। এসময় মিডফিল্ডার সোহেল রানার পাস অফ সাইড ফাঁদ ভেঙ্গে বক্সে ঢুকে পড়েন আরিফুর। পুলিশের গোলরক্ষক নেহাল গিয়ে বল ক্লিয়ার করার চেষ্টা করলেও তা চলে যায় বক্সের বাঁ দিকে। দৌড়ে গিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে শরীর ঘুরিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আরিফুর (১-০)। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চট্টগ্রামের দলটি। মনিরের ছোট কর্নার থেকে বক্সের বাইরে বল পান কামরুল ইসলাম। তার বাঁ পায়ের হাওয়ায় ভাসানো বাঁকানো ক্রস দৌড়ে এসে এনকুলুলেকো তাওয়ালা লাফিয়ে মাথা ছোঁয়ালে বল চলে যায় গোল লাইনের দিকে। পুলিশের ড্যানিলো অগোস্তো ক্লিয়ার করলেও আগেই বল গোল লাইন অতিক্রিম করায় লাইন্সম্যান রাসেল গোলের পতাকা দেখান (২-০)। ফলে ব্যবধান বাড়ানোর আনন্দে মাতে চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা। বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও আর গোল হয়নি। ফলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ