Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে হতাশ করে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ৭:৪২ পিএম | আপডেট : ৮:২০ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২১

একবার চ্যাম্পিয়ন। এ নিয়ে বাংলাদেশ তৃতীয়বারের মতো উঠেছিল ফাইনালে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে লাল-সবুজদের স্বপ্ন ছিল দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলার। কিন্তু সেই স্বপ্ন ভেঙে বাংলাদেশকে হতাশ করে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার বিকালে মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কা ৩-০ সেটে বাংলাদেশকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়। ফাইনালের প্রথম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও বাংলাদেশে হেরে যায় ২৬-২৮ পয়েন্টে। দ্বিতীয় সেটে লঙ্কানরা ২৫-২০ পয়েন্টে জয় বাংলাদেশের হার নিশ্চিত হয়। তৃতীয় সেটেও একই ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে শ্রীলঙ্কা। এই বিভাগের স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়ে তৃতীয় হয়েছে উজবেকিস্তান। তারা ২৫-১৫, ২৫-১৭ ও ২৫-২২ পয়েন্টে ম্যাচ জিতে নেয়। ২০১৫ সালে টুর্নামেন্টের পুরুষ বিভাগে তুর্কমেনিস্তান চ্যাম্পিয়ন ও কিরগিজস্তান রানার্সআপ, পরের বছর বাংলাদেশ চ্যাম্পিয়ন ও কিরগিজস্তান রানার্সআপ এবং ২০১৮ সালে তুর্কমেনিস্তান চ্যাম্পিয়ন ও বাংলাদেশ রানার্সআপ হয়েছিল।
এর আগে মঙ্গলবার দুপুরে একই ভেন্যুতে নারী বিভাগের ফাইনালে নেপাল ৩-২ সেটে উজবেকিস্তানকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে। পাঁচ সেটে গড়ানো ম্যাচটিতে নেপালের মেয়েরা জিতে নেয় ২৬-২৪, ২৪-২৬, ২৫-১৫, ২২-২৫, ১৫-১০ ব্যবধানে। ২০১৯ সালে বঙ্গমাতার নামে নারীদের প্রথম টুর্নামেন্টে নেপাল চ্যাম্পিয়ন ও কিরগিজস্তান রানার্সআপ হয়েছিল। নারী বিভাগের স্থান নির্ধারণী ম্যাচে কিরগিজস্তানকে ৩-০ সেটে হারিয়ে তৃতীয় হয় শ্রীলঙ্কা। লঙ্কানরা টানা তিন সেট জিতে নেয় ২৬-২৪, ২৫-১৬ ও ২৫-২২ ব্যবধানে। টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছে। প্রথম চার ম্যাচ হেরে লাল-সবুজের মেয়েরা গত পরশু শেষ ম্যাচে মালদ্বীপকে হারায়।
টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহসচিব সৈয়দ শাহেদ রেজা, স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মো. ইউনুস, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও সদস্য আবদুল লতিফ সরকার।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ