Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৩ মাস পরে মারা গেলেন ম্যারাডোনার আপন ছোট ভাইও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ৬:৩৩ পিএম
দিয়েগো ম্যারাডোনার ছোট ভাই হিউগো ম্যারাডোনা আজ ৫২ বছর বয়সে মারা গেছেন। নেপলসে নিজের বাসায় হার্ট অ্যাটাক করার পর মৃত্যু হয় তার।
 
নিজের দুই বড় ভাই কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও রাউল ম্যারাডোনার মতো হিউগো ম্যারাডোনাও খুব ছোট বয়সে ফুটবল খেলা শুরু করেন। তিনি ১৮ বছর বয়সে ইতালিয়ান ক্লাব নাপোলিতে নাম লেখান। যে ক্লাবে খেলেছিলেন দিয়েগো ম্যারাডোনা নিজেও। যদিও নাপোলি তাকে অল্প কয়েকদিন পরই লোনে আস্কলিতে পাঠিয়ে দিয়েছিল।
 
তবে হিউগো ম্যারাডোনা নিজের বড় ভাইয়ের মতো ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পাননি। পরবর্তীতে তিনি তরুণ ফুটবলারদের নিয়ে কাজ করতেন। 
 
লা গেজেত্তো স্পোর্টস সবার আগে ম্যারাডোনার ভাইয়ের মৃত্যুর খবরটি প্রকাশ করে। আর্জেন্টাইন কিংবদন্তি মারা যাওয়ার ১৩ মাস পর তার ভাইও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন পরপারে। সূত্র : মার্কা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ