Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ডিএই সাবেক পরিচালক খন্দকার আবদুর রহমানের ইন্তেকাল

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্টের (ডিএই) অবসরপ্রাপ্ত পরিচালক খন্দকার আবদুর রহমান গতকাল বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তার বয়স হয়েছিল ৮৩ বছর এবং তিনি দূরারোগ্য ক্যন্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত কন্যা, এক পুত্র এবং নাতি-নাতনীসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বাদ আসর ফরিদপুরের নগরকান্দার গট্টি হাই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে গট্টি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আজ বাদ আসর মরহুমের রুহের মাগফেরাত কামনায় তার গ্রামের বাড়ীর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার একমাত্র পুত্র সিপিডি’র রিসার্চ ডিরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম তার পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএই সাবেক পরিচালক খন্দকার আবদুর রহমানের ইন্তেকাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ