Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মুসলিম নির্মূলের ডাক: ভারতীয় দূতকে তলব পাকিস্তানের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১১:০২ এএম

পাকিস্তানের ইসলামাবাদে নিযুক্ত ভারতের সিনিয়র কূটনীতিককে তলব করেছে পাকিস্তান সরকার। হরিদ্বারে অনুষ্ঠিত ‘ধর্ম সংসদে’ মুসলিম বিদ্বেষী বক্তব্যের প্রেক্ষিতেই এই তলব বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান টাইমস জানায়, গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর উত্তরাখণ্ডের হরিদ্বারের বেদ নিকেতন ধামে ধর্ম সংসদের আয়োজন করে হিন্দু রক্ষা সেনা। সেখানে উসকানিমূলক বক্তব্য পেশ করেছিলেন সাধুরা।

পাকিস্তান সরকারের প্রতিক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডন পত্রিকাও।

ভারতীয় হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ‘ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী বিদ্বেষ’ ছড়ানো প্রসঙ্গে উদ্বেগের কথা জানানো হয়। বিষয়টি ভারত সরকারকেও জানাতে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে কূটনীতিককে তলব করার বিষয়ে ভারতের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দু রক্ষা সেনার প্রবোধানন্দ গিরি এবং অন্যান্য হিন্দুত্ববাদী ব্যক্তিত্বদের উল্লেখ করে পাকিস্তান এক বিবৃতিতে বলে, জাতিগত নির্মূলের ডাক দেওয়ার পরও কেউ কোনো দুঃখ প্রকাশ করেনি বা ভারত সরকার এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি খুবই নিন্দনীয়।

জাতিসংঘ, ওআইসি ও সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সংখ্যালঘুদের বিরুদ্ধে, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে সামষ্টিক ও নিয়মতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘন এবং আসন্ন গণহত্যা থেকে তাদের বাঁচানোর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ভারতকে দায়বদ্ধ করার কথাও বলে দেশটি।



 

Show all comments
  • Mostafa Al-Mamun ২৮ ডিসেম্বর, ২০২১, ৪:২১ পিএম says : 0
    তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • Mominur Rahman ২৮ ডিসেম্বর, ২০২১, ৪:২১ পিএম says : 0
    আমাদের দেশ তো ধর্মনিরপেক্ষ, তাই প্রয়োজন পরে না;
    Total Reply(0) Reply
  • Misuk Ahmed ২৮ ডিসেম্বর, ২০২১, ৪:২১ পিএম says : 0
    মুসলমানদের উপর যেভাবে জুলুম-অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে আছে।
    Total Reply(0) Reply
  • Aston Rohis ২৮ ডিসেম্বর, ২০২১, ৪:২১ পিএম says : 0
    সাব্বাশ।পাকিস্তান।প্রতিবাদ হোক।শুনেরাখ মুসলিমদের যতই নির্মুল করতে চাইবে ইসলামের আলো ততই উজ্জ্বল হবে ইনশাআল্লাহ।অতীত তারই প্রমাণ।ভারতে আবার একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ
    Total Reply(0) Reply
  • Kabir ২৮ ডিসেম্বর, ২০২১, ৬:২৭ পিএম says : 0
    বাংলাদেশ সরকার কি মুসলিম নিধন সমর্থন করে?সরকারের উচিত ভারতীয় রাজদূতকে তলব করে প্রতিবাদ করা ।বাংলাদেশে যখন একজন সংখ্যালঘু নির্যাতিত হয় তখন ভারত প্রতিবাদ জানান ।তাহলে আমরা চুপ কেন?
    Total Reply(0) Reply
  • মোঃ সাইফুল ইসলাম ২৮ ডিসেম্বর, ২০২১, ৮:১৫ পিএম says : 0
    তিব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ সরকার বন্ধকে কিছু বলবেন না?
    Total Reply(0) Reply
  • মোঃ সাইফুল ইসলাম ২৮ ডিসেম্বর, ২০২১, ৮:১৬ পিএম says : 0
    তিব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ সরকার বন্ধকে কিছু বলবেন না?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ