Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত হয়ে হঠাৎ হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১০:৪৪ এএম
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিসিসিআই সূত্র জানিয়েছে এ খবর। ধারণা করা হচ্ছে গতকাল সোমবার পরীক্ষা করার পর জানা যায় প্রাণঘাতী  এ ভাইরাস বাসা বেঁধেছে তার শরীরে। 
 
গাঙ্গুলি বর্তমানে ভর্তি আছেন কলকাতার উডল্যান্ড হাসপাতালে। ৪৮ বছর বয়সী ভারতের এ সাবেক অধিনায়ক এ বছরের শুরুতে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ছিলেন কয়েকদিন। তখন তার হার্টে এঞ্জিওপ্লাস্টি করা হয়। অপারেশন শেষে সুস্থ হয়ে বাড়িতে ফেরেন তিনি৷ এরপর কয়েকদিন পর শুরু করেন নিজের স্বাভাবিক কার্যক্রম। যখন তিনি হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে যান তখনো তার করোনা পরীক্ষা করা হয়৷ তবে তবে তখন পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।  সূত্র : আউটলুক ইন্ডিয়া।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ