Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ লাখ সমর্থকের ভোটে মেসি-রোনালদোকে পেছনে ফেলে সেরা খেলোয়াড় হলেন কিলিয়ান এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ৯:১৫ এএম
দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার তুলে দেয়া হয় পিএসজি ও ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের হাতে। সোমবার রাতে মধ্যপ্রাচ্যের দেশটিতে জঁমকালো অনুষ্ঠানে এমবাপ্পেকে বুঝিয়ে দেয়া হয় এই পুরষ্কার। সেরা খেলোয়াড় হতে তিনি পেছনে ফেলেছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, রবার্ট লেভানদোস্কিকে। 
 
সংবাদমাধ্যম গ্লোব সকার এই পুরষ্কারটি দিয়ে থাকে। সেরা খেলোয়াড় বাঁছাই করতে তাদের সঙ্গে ছিল স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাও৷ তবে ব্যালন ডি’অরের মতো সাংবাদিক, জাতীয় দলের অধিনায়ক ও কোচের ভোটে গ্লোব সকার অ্যাওয়ার্ড দেয়া হয়নি। সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য তারা আয়োজন করে উন্মুক্ত ভোটের। যেখানে প্রায় ৫০ লাখ ফুটবল সমর্থক ভোট দেন। গত ২০ ডিসেম্বর এ ভোটাভুটি শেষ হয়। আর সোমবার রাতে ঘোষণা করা হয় ভোটের ফলাফল। 
 
সেরা খেলোয়াড় ছাড়াও আরো বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরষ্কার দেয়া হয়। সেখানে ফ্যানস প্লেয়ার অব দি অ্যাওয়ার্ড ও ম্যারাডোনা অ্যাওয়ার্ড জিতেছেন রবার্ট লেভানদোস্কি। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেরা গোলরক্ষকের পুরষ্কার জিতেছেন ইতালির জিয়ানলুইগি ডোনারুম্মা, সেরা জাতীয় দল হয়েছে ইউরোজয়ী ইতালি। আর সেরা ক্লাব নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি।


 

Show all comments
  • Fatima Maria ২৮ ডিসেম্বর, ২০২১, ৪:১৯ পিএম says : 0
    ভালো খবর। এটা অনেককে ব্যালন ডি’অর এর ক্ষত মুছতে সাহায্য করবে।
    Total Reply(0) Reply
  • Mohammad Al-amin ২৮ ডিসেম্বর, ২০২১, ৪:১৯ পিএম says : 0
    দুবাইয়ের যে কোন পুরস্কারই ভূয়া।
    Total Reply(0) Reply
  • Anondo Anondo Nakrek ২৮ ডিসেম্বর, ২০২১, ৪:১৯ পিএম says : 0
    যেখানে 50 লক্ষ ভোটের ব‍্যবধানে জিতেছে তাহলে বোঝাই যাচ্ছে মেসিকে দেওয়া হয়েছিল ব‍্যালন সেটি এখন প্রশ্নই থেকেই যায়।
    Total Reply(0) Reply
  • Samiul Alim Samrat ২৮ ডিসেম্বর, ২০২১, ৪:২০ পিএম says : 0
    ওই নির্বাচন নির্ঘাত বাংলাদেশ এর নির্বাচন কমিশনের অধীনেই হয়েছিল
    Total Reply(0) Reply
  • MD SAIF KHAN TOTA ২৮ ডিসেম্বর, ২০২১, ১১:৫৫ পিএম says : 0
    মোট 50 লক্ষ ভোট হয়েছে তাহলে কিভাবে 50 লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করে এমবাপ্পে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ