Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যথাসময়েই পাকিস্তানে যাবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

নাক উঁচু জাতি হিসেবে অস্ট্রেলিয়ার জুড়ি মেলা ভার। বিশেষ করে এই এশিয়ায় ভারত ব্যাতিত অন্য যে কোনে দেশে খেলতে এলেই কোনো অদৃশ্য কারণে তাদের দেয়া শর্ত পূরণ করতেই হিমশিম থেকে হয় স্বাগতিক ক্রিকেট বোর্ডকে। আর পাকিস্তানের তো দশা হয় ‘সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাওয়া ঘর পোড়া গরুর’ মতো। হবে না-ই-বা কেন? ঠুনকো নিরাপত্তার অজুহাতে মাঝপথে সফর শেষ না করেই নিউজিল্যান্ড পাকিস্তান ত্যাগ করার জেরে দেশটিতে সফর স্থগিত করে ইংল্যান্ড। তাদের দেখা দেখি ‘অবস্থা দেখে ব্যবস্থা’ নীতিতে পিছিয়ে দেয় তারাও। আর এখন বিশ^জুড়ে করোনাভাইরাসের নতুন ধরনের প্রভাব বেড়ে যাওয়ায় ফের আরেকবার শঙ্কা জেগেছিল অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফরে। তবে সেটিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন খোদ অজি ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিক হকলি।
আসছে নতুন বছরের ৩ মার্চ থেকে দীর্ঘ প্রায় এক মাসের পাকিস্তান সফরে ৩ টেস্ট, ৩ ওয়ানডে আর এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। টেস্ট তিনটির ভেন্যু করাচি, রাওয়ালপিন্ডি আর লাহোর হলেও সাদা বলের চারটি ম্যাচই হবে লাহোরে। এই সিরিজ নিয়ে পাকিস্তানিদের মতো উচ্ছ¡সিত অস্ট্রেলিয়াও- এমনটা জানিয়ে হকলি গতকাল গালফ নিউজকে বলেন, ‘আমরা নিবিড়ভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করছি। আমরা দু’পক্ষই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি সফরটি সথাসময়ে মাঠে গড়াতে যা যা করণীয়, করতে। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, কোনো ঝুঁকি না থাকে তবে আমরা সফরটি নিয়ে আশাবাদী।’
দীর্ঘ প্রায় ২৪ বছর পর এশিয়ান পরাশক্তির দেশটিতে সফরে যাচ্ছে ক্যাঙ্গারুরা। ১৯৯৮ সালের পর দল দুটি মুখোমুখি হয়েছে কেবল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর সংযুক্ত আরব আমিরাতে। তাইতো দীর্ঘ দিন পর অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরকে নিয়ে উচ্চাশা করেছিলেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাও। তার সেই আশার সলতেটা আরেকটু জ¦ালিয়ে দিলেন সিএ ক্রিকেট প্রধান নির্বাহী।

 



 

Show all comments
  • IQBAL HOSSAIN ১ জানুয়ারি, ২০২২, ১২:৩৩ এএম says : 0
    Australia ❤️
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ