প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আকাশ নিবির : এটা কোন নতুন ঘটনা নয়। নাটক থেকে যত অভিনেতাই চলচ্চিত্রে এসেছেন! সকলের মধ্যে হুমায়ুন ফরীদি, সাদেক বাচ্চু, আলী রাজ ছাড়া কেউ ই এ পর্যন্ত টিকে থাকতে পারেননি। আবার অনেকে চেষ্টা করেও চলচ্চিত্র ক্যারিয়ার গড়তে পারেননি। ছোট পর্দার অভিনেতা সজলের ক্ষেত্রেও তেমনটি ঘটতে যাচ্ছে। সজল অভিনীত এ পর্যন্ত দুটি চলচ্চিত্র প্রকাশিত হয়েছে। দুটিই ব্যবসায়িকভাবে চরম মার খেয়েছে। অর্থাৎ চলচ্চিত্রে সজলের ক্যারিয়ার অনেকটা অস্তগামী সূর্যের মতো। এ অবস্থায় বদিউল আলম খোকনের নির্মাণাধীন ‘হারজিৎ’ নামে একটি সিনেমায় তার অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছিল। এতে তার বিপরীতে নায়িকা হিসেবে থাকার কথা মাহিয়া মাহীর। এ সংবাদ পত্র-পত্রিকায়ও ফলাও প্রচার হয়। তবে জানা যায়, এ সিনেমা থেকে বাদ পড়তে যাচ্ছেন সজল। বিষয়টি অনেকটাই চূড়ান্ত। প্রযোজনা সূত্রে এমন কথা জানা যায়। তার বাদ পড়ার কারণ স্পষ্ট না হলেও জানা যায়, সজলের অভিনয় দুর্বলতাই মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া তার মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা চরমভাবে ব্যর্থ হওয়াও নির্মাতাকে ভাবিয়ে তুলেছে। এসব কারণই মুখ্য বলে ধারণা করা হচ্ছে। যদি তাই হয়, তবে চলচ্চিত্র ক্যারিয়ারে সজলের জন্য এটি বড় ধরনের ছেদ হয়ে রইল। তার জায়গায় কে নায়ক হবেন, এ নিয়ে এখন আলাপ-আলোচনা চলছে বলে জানা যায়। উল্লেখ্য এ সিনেমায় অভিনয় করবেন তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।