Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধক্ষেত্রের গোয়েন্দা প্রযুক্তি ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রচন্ড সামরিক উত্তেজনা চলছে তখন ইউক্রেনকে এমন সহায়তা দিচ্ছে আমেরিকা। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মার্কিন সরকার এবং ন্যাটো বাহিনীর বর্তমান অবস্থানের প্রেক্ষাপটে রাশিয়া মনে করছে- ইউক্রেনে ন্যাটো সেনা সমাবেশ করা হয়েছে মূলত রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য। যুদ্ধক্ষেত্রে কি ধরনের গোয়েন্দা প্রযুক্তি ইউক্রেনকে সরবরাহ করা হবে তা নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউস একটি তালিকা তৈরি করেছে। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে- আফগান সরকারের জন্য ওয়াশিংটন সর্বশেষ পর্যায়ে যে সমস্ত হেলিকপ্টার ও যোগাযোগ প্রযুক্তি দেয়ার পরিকল্পনা করেছিল সেগুলো এখন ইউক্রেনকে দেয়া হবে। এছাড়া, বাইডেন প্রশাসন ইউক্রেনে বাড়তি সাইবার যুদ্ধ-বিশেষজ্ঞ পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। পত্রিকাটি আরো জানিয়েছে যে, ইউক্রেনে সম্ভাব্য সামরিক হামলা মোকাবেলায় জন্য এরিমধ্যে আমেরিকা ও ব্রিটেন কয়েকজন সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছে। তারা ইউক্রেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে কাজ করবেন। পেন্টাগনের পক্ষ থেকে ইউক্রেনকে যদি এই ধরনের গোয়েন্দা প্রযুক্তি সরবরাহ করা হয় তাহলে রাশিয়ার সামরিক বাহিনীর তৎপরতা সম্পর্কে ইউক্রেন আগেই তথ্য পেয়ে যাবে এবং আগেভাগেই তারা হামলা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে পারবে। নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ