মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনার চতুর্থ ঢেউ ওমিক্রন সংক্রমণের কারণে স্থবির হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম। দীর্ঘ তিন দশকের মধ্যে সা¤প্রতিক সময়ে দেশটির অর্থনীতি বড় আকারের সংকোচনের সম্মুখীন হয়েছে। এমন পরিস্থিতিতে ওমিক্রন সংক্রমণের হার অর্থনীতির পুনরুদ্ধারে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে আবির্ভ‚ত হয়েছে। এক জরিপের ভিত্তিতে অর্থনীতিবিদরা জানান, ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়াতে পারে ৪ দশমিক ৯ শতাংশ। এর আগে চলতি বছরের জন্য দেশটির জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল ৫ দশমিক ১ শতাংশ। আফ্রিকার সবচেয়ে বেশি শিল্পায়িত দেশটির আগামী বছরে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ২ শতাংশ এবং ২০২৩ সালে এ প্রবৃদ্ধির আকার দাঁড়াতে পারে ২ দশমিক ১ শতাংশে। গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে ৯০টিরও বেশি দেশ দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পর বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার পুনর্ম‚ল্যায়ন করা হয়। ওমিক্রন সংক্রমণ ও তৃতীয় প্রান্তিকে উৎপাদনের পরিমাণ প্রত্যাশিত মাত্রার চেয়ে কমে আসায় জিডিপি প্রবৃদ্ধির হার সংকুচিত হয়েছে বলে জানান অর্থনীতিবিদরা। দ্য ন্যাশনাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।