Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিকিমে পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

প্রবল তুষারপাতে সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করলেন সেনা জওয়ানরা। গেল কিছুদিন ধরে সিকিমের নাথুলা, লাচেন, ছাঙ্গু এলাকায় ব্যাপক তুষারপাত হচ্ছে। এর মধ্যেই বড়দিনের ছুটি। এ সুযোগে তুষারপাতের মতো মনোরম দৃশ্য উপভোগ করার ইচ্ছা হাতছাড়া করেননি অনেকে। হাজার হাজার পর্যটক গিয়েছিলেন সেখানে। অতিরিক্ত তুষারপাতের কারণে রাস্তা কয়েক মিটার বরফের চাদরে ঢেকে যায়। ফলে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। ভারতের প্রশাসনিক সূত্রে খবর, প্রায় ২৭৫টি পর্যটক বোঝাই গাড়ি ছাঙ্গুতে আটকে যায়। বেড়াতে গিয়ে এরকম পরিস্থিতির সম্মুখীন হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। শনিবার রাত অবধি চলে উদ্ধার কার্য। উদ্ধারের পর শনিবার রাতে পর্যটকদের সেনাছাউনিতে থাকার ব্যবস্থা করে সেনাবাহিনী। সেখানেই চিকিৎসা চলেছে অসুস্থ পর্যটকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেনা জওয়ানদের সাহায্য নেয় প্রশাসন। জানা যাচ্ছে, শনিবার থেকেই পর্যটকদের উদ্ধারকার্য চালান সেনা জওয়ানরা। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ