Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ঘুরছে নারীদের হোস্টেলে ঢুকে পড়া চিতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

মধ্যরাতে হঠাৎ করেই ভারতের লক্ষেèৗ শহরের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের নারীদের হোস্টেলে ঢুকে পড়ে এক হিংস্র চিতাবাঘ। মুহ‚র্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। চিতাবাঘ তাড়াতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। শুধু তাই নয়, প্রকাশ্যেই শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই চিতা। গত ২৬ ডিসেম্বর রাতে লক্ষেèৗ ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের নারীদের হোস্টেলে ঢুকে পড়ে চিতা। রাত ১১টা থেকে ১২টার মধ্যে ঘটে ঘটনাটি। মাঝরাতে হইচই পড়ে যায় হোস্টেলে। চিতাবাঘটিকে আটক করতে গেলে ১৫ জন আহত হন। পরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, লক্ষেèৗর সড়কে গত দু’দিন ধরে ঘুরে বেড়চ্ছে চিতাবাঘটি। বড়দিনের রাতে সিসিটিভি ক্যামেরায় প্রথম ধরা পড়ে। তারপর থেকে পাহাড়পুর, আদিলনগর এবং কল্যাণপুর এলাকায় একাধিকবার দেখা যায় চিতাটিকে। অবাধ বিচরণে আতঙ্কে স্থানীয়রা। আটক করতে চেষ্টা চালানো হলেও ব্যর্থ হয়েছে বন বিভাগ। সীমান্তনগরের অঞ্জু যাদব জানিয়েছেন, তার ৫ বছরের সন্তান বাড়ির বাইরে খেলছিল। তিনি ছিলেন ঘরের ভেতর। ঠিক তখনই চিতাবাঘ দেখেছে বলে কেউ চিৎকার করে। এ অবস্থায় আতঙ্কে ঘরবন্দি হয়েছেন স্থানীয়রা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ