মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যিশু খ্রিষ্টের জন্মদিনকে বড়দিন হিসেবে পালন করেন গোটা বিশ্বের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। বড়দিনের উৎসবকে ঘিরে বাড়িতে করা হয় নানা আয়োজন। পুরো বাড়ি আলোকসজ্জায় পরিপূর্ণ হয়, সাজানো হয় ক্রিসমাস ট্রি। এবারের বড়দিনের উৎসবে এরকইম আয়োজন করেছিলো যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি পরিবার। কিন্তু কে জানতো তাদের ভাগ্যে ঘটবে এমন নির্মম ঘটনা। হঠাৎই ক্রিসমাস ট্রিতে আগুন লেগে যায়। তা থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতেই। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এক ব্যক্তি এবং তার দুই ছেলে। পেনসিলভানিয়ার বাকস কাউন্টির একটি বাড়িতে বড়দিনের উৎসবের দিন সকালেই ঘটে এ দুর্ঘটনা। এতে ওই বাড়ির মালিক এরিক কিং এবং তার দুই ছেলে ১১ বছর বয়সী লিয়াম ও ৮ বছর বয়সী প্যাট্রিক মারা যান। এই মর্মান্তিক দুর্ঘটনার পর কোয়াকারটাউন এলাকা ডিস্ট্রিক্ট কমিউনিটির লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ওই এলাকার বাসিন্দারা জানান, খুব হাশিখুশি ছিল পরিবারটি। দুর্ঘটনায় বাড়িতে থাকা দুটি কুকুরেরও মৃত্যু হয়েছে। ইয়াহু নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।