Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক মহড়া গাজায়

ইসরাইলি সেনাদের গুলিবর্ষণ, অসংখ্য ফিলিস্তিনি আহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো গাজায় এক যৌথ সামরিক মহড়া চালিয়েছে। রোববার গাজায় এ সামরিক মহড়া চালানো হয়। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, এ সামরিক অনুশীলনের মূল লক্ষ্য হলো অভিজ্ঞতা বিনিময় করা এবং যুদ্ধের প্রস্তুতি ত্বরান্বিত করা। মে মাসে গাজা ভ‚খÐে ইসরাইলি হামলার পর প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো এ যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। গাজা ভ‚খÐে ইসরাইলের ওই হামলায় দু’শ’র বেশি ফিলিস্তিনি নিহত হন। এছাড়া আরো কয়েক হাজার ফিলিস্তিনি আহত হন। একই সময়ে ফিলিস্তিনিদের রকেট হামলায় ১৩ ইসরাইলি নিহত হন। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর এ যৌথ সামরিক মহড়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ সামরিক অনুশীলন অনুষ্ঠিত হয়েছিল। ইয়েনি শাফাক এ খবর জানায়। অপরদিকে, ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরাইলি সেনারা সরাসরি গুলিবর্ষণ করেছে এবং রাবার-বুলেট দিয়েও ফিলিস্তিনিদের আক্রমণ করেছে। শনিবার ইসরাইলের এ গুলিবর্ষণের ঘটনায় অসংখ্য ফিলিস্তিনি আহত হন। এ সময় ইসরাইলি সেনাদের সরাসরি গুলিতে আটজন আর রাবার-বুলেটে ৩৫ ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনের নাবলুস শহরের বোরকা গ্রামে আন্দোলন করার সময় ফিলিস্তিনিদের ওপর এ গুলিবর্ষণ করা হয়। বিক্ষোভের কারণ, ২০০৫ সালে ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে, স¤প্রতি ওই খালি স্থানে ইহুদি বসতি নির্মাণ। ওই ইহুদি বসতিটি নাবলুস শহরের কাছে হোমশে অবস্থিত। এখন ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওই এলাকায় যাওয়ার জন্য চেষ্টা করলে বিক্ষোভ শুরু হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের পরিচালক আহমেদ জেব্রিল এ বিষয়ে আনাদোলু এজেন্সিকে বলেন, সরাসরি গুলিবর্ষণে আহত আট ফিলিস্তিনিকে চিকিৎসা দিয়েছে একটি মেডিকেল দল। এসব ফিলিস্তিনিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া কাঁদুনে গ্যাসে আরো ৯৫ ফিলিস্তিনি আহত বলে তিনি জানিয়েছেন। ইসরাইল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মতে, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের ১৬৪ বসতি ও ১১৬ ফাঁড়ি আছে। এমনকি জেরুসালেমেও ইহুদি বসতি আছে। এসব স্থানে ছয় লাখ ৫০ হাজার ইহুদি বাস করে। আন্তর্জাতিক আইন অনুসারে, ইসরাইল অধিকৃত ফিলিস্তিনিদের ভ‚খÐে ইহুদি বসতি নির্মাণ অবৈধ। ইয়েনি শাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ