Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ব্রাজিলে বন্যার মধ্যে ২ নদীর বাঁধে ধস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়ায় কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যার মধ্যে দু’টি বাঁধ ধসে পড়েছে। এতে ওই অঞ্চলের স্ফীত হয়ে থাকা নদীগুলোতে প্লাবন দেখা দিয়েছে বলে রোববার কর্তৃপক্ষ জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে বাহিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ভিত্তোরিয়া দ্য কুঙ্কিয়িস্তার কাছে বেহুগা নদীর ইগুয়া বাঁধ ভেঙে পড়ে। এতে কর্তৃপক্ষ ওই অঞ্চলের, বিশেষ করে ছোট শহর ইতাম্বির বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয়। রোববার সকালে এর ১০০ কিলোমিটার উত্তরে জুসিয়াপিতে বাড়তে থাকা পানির চাপে দ্বিতীয় আরেকটি বাঁধ ভেঙে পড়ে। এরপর ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়। বাঁধ ভেঙে পড়ায় সেতু ও রাস্তা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দমকল কর্মীরা উপক‚লীয় ইতারবুনা শহরের কেন্দ্রস্থলে বন্যার ডুবে থাকা বাড়িগুলো থেকে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করেছেন। উদ্ধারকারীরা বন্যায় ডুবে থাকা রাস্তাগুলো দিয়ে রবারের ডিঙ্গি নৌকা চালিয়ে আটকা পড়া পরিবারগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করছেন বা তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইতারবুনার ভেতর দিয়ে চলে যাওয়া কাশোয়েইরা নদী ৫০ বছরের মধ্যে সবচেয়ে উঁচু দিয়ে বইছে। ভিত্তোরিয়া দ্য কুঙ্কিয়িস্তার মেয়র শেইলা লেমোস জানিয়েছেন, ধসে যাওয়া ইগুয়া বাঁধের নিকটবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। নগরীর ওয়েবসাইটে করা এক পোস্টে লেমোস জানান, বন্যার কারণে ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যবর্তী প্রধান ট্রাক রুট বিআর-১১৮ মহাসড়ক বিচ্ছিন্ন হওয়ার হুমকিতে পড়েছে। বাহিয়ার গভর্নর হুই কাস্ত্রো জানিয়েছেন, বৃষ্টির কারণে অন্তত চার লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ