Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একক অভিভাবকের ৫০ ভাগ পরিবার অর্থ সঙ্কটে জাপানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

জাপানের একক অভিভাবকদের ৫০ শতাংশের বেশি আর্থিকভাবে দুরবস্থার মধ্যে রয়েছেন। এদের মধ্যে ৩০ শতাংশের অবস্থা এমন যে তাদের খাবার কেনার সামর্থ্য নেই। স¤প্রতি জাপান সরকার পরিচালিত শিশু দারিদ্র্য জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে জুনিয়র হাইস্কুলে অধ্যয়নরত ২ হাজার ৭১৫ শিক্ষার্থী ও তাদের বাবা-মায়ের সাক্ষাৎকার নেয়া হয়। সেখানে দেখা যায়, একক অভিভাবকদের ৩৪ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পরবর্তী ধাপে যায়। সামগ্রিকভাবে এ হার ৪৯ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ দেশের প্রায় অর্ধেক শিশু উচ্চশিক্ষার পরের ধাপের জন্য প্রস্তুত হলেও একক অভিভাবকদের বেশির ভাগ শিশু সে সুযোগ পাচ্ছে না। বর্তমান জীবনযাপন সম্পর্কে জানতে চাইলে ৫১ দশমিক ৮ শতাংশ একক অভিভাবক বলেন, তারা আর্থিক সংকটে রয়েছেন। মূলত নভেল করোনাভাইরাসজনিত মহামারীর কারণে স্বল্প আয়ের মানুষ ও একক অভিভাবকদের আর্থিক দুরবস্থা চরমে পৌঁছেছে। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। কিন্তু স¤প্রতি অর্গাইনাইজেশন ফর ইকোনমিক কোÐঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের এক পরিসংখ্যানে দেখা গেছে, অন্য বড় অর্থনীতির দেশগুলোর তুলনায় জাপানে শিশু দারিদ্র্যের হার বেশি। দেশটিতে এ হার ১৪ শতাংশ। এর মধ্যে ১৪ শতাংশ ১৭ বছর ও তার চেয়ে কম বয়সীরা স্বল্প আয়ের পরিবারগুলোতে বাস করে। অন্য দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে, জার্মানিতে শিশু দারিদ্র্যের হার ১১ দশমিক ১ শতাংশ, কানাডায় ১১ দশমিক ৪ ও ফ্রান্সে এ হার ১১ দশমিক ৭ শতাংশ। কিয়োডো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ