Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিওএ’র নতুন সভাপতির প্রত্যাশা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ৭:৫৪ পিএম

বিশ্ব ক্রীড়াঙ্গনে লাল-সবুজরা আরো ভালো করবে-এমন প্রত্যাশাই করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নব-নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করবো আগামীতে খেলাধুলায় আরো ভালো ফলাফল করার। সোমবার বিওএ ভবনে সভাপতির দায়িত্বগ্রহণ করে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এ কথা বলেন সেনাপ্রধান। পরিচিতি সভার শুরুতে বিওএ'র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও সহ-সভাপতি মাহাবুব আরা গিনি এমপি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিওএর সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন, কাজী নাবিল আহমেদ, উপ-মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু এবং কোষাধ্যক্ষ একে সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।

পরিচিত সভা শেষে সেনাবাহিনী প্রধান ও বিওএ’র নতুন সভাপতি সাংবাদিক সম্মেলনে বলেন,‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শুভক্ষণে এই দায়িত্ব (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি) পাওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার। এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার উপরে আস্থা রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। উনার আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। আমি আজকেই (গতকাল) কেবল দায়িত্ব নিলাম, আমার সঙ্গে যারা আছেন নির্বাহী কমিটিতে তাদের সঙ্গে আলোচনা করলাম। দেখলাম যাদের নিয়ে আমরা কমিটি গঠন করেছি তারা সবাই যার যার ক্ষেত্রে এক একজন দক্ষ। তাদের সমন্বিত দক্ষতাকে আমরা কাজে লাগিয়ে একটি সাধারণ লক্ষ্য নির্ধারণ করেছি যে, আগের চেয়ে আরো ভালো করতে হবে। ইনশাল্লাহ সবার সহযোগিতা পেলে আমরা আগের চেয়ে ভালো করতে পারবো। আমাদের উদ্দেশ্যে থাকবে, দৃশ্যমান কিছু দেওয়া।’

জেনারেল শফিউদ্দিন আহমেদ আরো বলেন,‘আমাদের যেগুলো সম্ভাব্যময় ক্ষেত্র সেখানে আমরা বেশি বিনিয়োগ করবো। আমরা বিভিন্ন ডিসিপ্লিনে লক্ষ্য রাখছি। যদি পদকের সংখ্যা বাড়াতে পারি সেটাই হবে আমাদের অর্জন। আমরা ফোকাস করছি কোন কোন ডিসিপ্লিনে পদকসংখ্যা বাড়ানো যায়। আমরা খুব তাড়াতাড়ি নির্বাহী কমিটির সভা করে আমাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করবো।’

অলিম্পিক ভিলেজ প্রসঙ্গে বিওএ সভাপতি বলেন, ‘এটা ভিজিবল প্রজেক্ট হলে অবশ্যই তা এগিয়ে নেব। আমি এখনো জানি না। এতটুকু বলতে পারি, প্রথম বিভাগ ফুটবল ও ক্রিকেট দুইটি খেলারই অভিজ্ঞতা আমার রয়েছে। আমি ক্যাডেট কলেজ থেকে শুরু করে ইনডোর ও আউটডোর অনেক খেলায় জড়িত ছিলাম। আমি ক্রীড়াপাগল মানুষ। সব সময় ফোকাস থাকবে, আমি আমার মন থেকে সেরাটা দিতে চেষ্টা করবো।’

অ্যাথলেটিক্সে আলাদা ট্র্যাক স্থাপনের বিষয়ে তিনি বলেন, ‘এটা সময়ের একটা প্রয়োজন। আমরা যত ফ্যাসিলিটিজ বাড়াতে পারি, ট্র্যাক বাড়াতে পারবো, অ্যাথলেটিক্স গ্রাউন্ড বাড়াতে পারবো, ফুটবল মাঠ বাড়াতে পারবো, ক্রিকেট মাঠ বাড়াতে পারবো, ততই আমাদের জন্য ভালো। ক্রীড়ার যত ক্ষেত্র আছে সব এক্সপোজ করবো এবং বাস্তবায়নের জন্য চেষ্টা করবো।’

বিশ্ব অলিম্পিক গেমসে পদকের স্বপ্ন নিয়ে বিওএ সভাপতির বক্তব্য, ‘আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি। স্বভাবতই আমি অলিম্পিক নিয়েই ভাববো। আমরা অর্জনে বিশ্বাস করি। লক্ষ্য থাকতে হবে অনেক দূর। আজকে যদি আমি চাঁদে যাওয়ার চিন্তা করি, আজ হয়তো পারবো না। কিন্তু লক্ষ্য থাকা ভালো। আমার লক্ষ্য থাকতে হবে যুগোপযুগি চ্যালেঞ্জিং। তবে এতো বেশি চ্যালেঞ্জিং নয় যে, সহসাই আমি অলিম্পিকে ১০০ মিটারে স্বর্ণ জিতবো। অলিম্পিকে ভাল করার জন্য সাউথ এশিয়ান (এসএ) গেমস ও এশিয়ান গেমসে ভালো করতে হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ