Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমধ্যসাগর থেকে তিন দিনে সাড়ে ৪শ’ অভিবাসী উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ৫:৫৬ পিএম

গত তিন দিনে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়েছে ৪৪৬ জন অভিবাসনপ্রত্যাশীকে। তাদের মধ্যে রোববার (২৬ সেপ্টেম্বর) উদ্ধার করা হয়েছে ৯৬ জনকে। তাদের মধ্যে একজন গর্ভবতী নারীও আছেন।
সোমবার এক প্রতিবেদনে জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, এই অভিবাসীদের অধিকাংশকেই উদ্ধার করেছে জার্মানিভিত্তিক এনজিও সি-ওয়াচ। এছাড়া গ্রিস ও তিউনিশিয়ার কোস্টগার্ডও কয়েকজন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মানবপাচারকারীদের তত্ত্বাবধানে ভূমধ্যসাগরের যেসব পথ দিয়ে তুরস্ক কিংবা লিবিয়ার উপকূল দিকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেন অভিবাসন প্রত্যাশীরা, গত তিন দিন ধরে সেসবের কয়েকটি জলপথ ও আশপাশে নিয়মিত টহল দিয়েছেন সি-ওয়াচের স্বেচ্ছাসেবীরা। এই তিন দিনের টহলেই উদ্ধার করা হয় এই বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে।
গত রোববারই জার্মানির এনজিও সি-ওয়াচ ভূমধ্যসাগর থেকে ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। সবমিলিয়ে এক সপ্তাহে ৪৪৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তারা। গ্রিস ও তিউনিশিয়ার কোস্ট গার্ডও বেশ কিছু অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। তা সত্ত্বেও প্রচুর মানুষ নৌকাডুবির ফলে মারা গেছেন।
তবে এত অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হলেও বিপুল সংখ্যক মানুষ মারা গেছেন এবং এখনও নিখোঁজ বহুসংখ্যক অভিবাসী নিখোঁজ আছেন বলে জানিয়েছে ডয়েচে ভেলে।
বড়দিনের ঠিক আগে গ্রিসের কোস্ট গার্ড ২৭টি দেহ উদ্ধার করেছে। এছাড়া রোববার লিবিয়ার উপকূলে ২৮টি দেহ ভেসে এসেছে।
তার আগে গত বুধবার একটি নৌকাডুবি হয়েছে। সেখানে তিনজন মারা গেছেন এবং নিখোঁজ আছেন অনেকেই।
ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ লিবিয়া ও তুরস্কের অপর তীরেই ইউরোপ। মানবপাচারকারীদের মাধ্যমে ২০১৫ সাল থেকে প্রতিবছর এই বিপজ্জনক পথ দিয়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। এই অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশি এশিয়া ও আফ্রিকার দারিদ্রপীড়িত, যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে আসেন।
প্রতিকূল এই যাত্রাপথে দুর্ঘটনাও খুবই সাধারণ ব্যপার। জাতিসংঘের অভিবাসন কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য অনুযায়ী, চলতি ২০২১ সালে সমুদ্রপথে নৌযানডুবিতে মৃত্যু হয়েছে প্রায় ১৫ শ’ অভিবাসন প্রত্যাশীর।
সমুদ্রের বৈরী আবহাওয়ার পাশাপাশি ত্রুটিযুক্ত নৌযান ও অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেও ঘটে দুর্ঘটনা।গত সপ্তাহে লিবিয়ার উপকূলে নৌযান ডুবে ১৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছিল। সূত্র : ডয়চে ভেলে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ