Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেনে নিন বিপিএলে কেমন দল সাজাল ফ্র্যাঞ্চাইজিগুলো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ৩:৫৯ পিএম
বিপিএলের নতুন আসর শুরুর আগে দল সাজিয়েছে ছয়টি দলের সবগুলো। ঢাকায় আজ এক জঁমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে  দেশী-বিদেশী খেলোয়াড়দের দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো। এর আগে অটো চয়েজের মাধ্যমে সর্বোচ্চ তিনজন বিদেশী  ও একজন দেশী খেলোয়াড় নেয়ার সুযোগ পেয়েছিল সবগুলো দল। তখন অটো চয়েজে দল পাননি দুই দেশ সেরা ক্রিকেটার তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা৷ ফলে সকলের আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিল তাদের দুইজনকে কে নেয়৷  সকল অপেক্ষার অবসান ঘটিয়ে তামিম-মাশরাফিকে নিজেদের করে নেয় বিসিবির মালিকানাধীন ঢাকা।  আগামী ২১ জানুয়ারী পর্দা উঠবে বিপিএলের অষ্টম আসরের।  সব মিলিয়ে তিনটি ভেন্যুতে হবে ম্যাচগুলো। 
 
ঢাকা--অটো চয়েজ :  মাহমুদউল্লাহ রিয়াদ, ইসরু উদানা (শ্রীলঙ্কা), কায়েস আহমেদ (আফগানিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।
 
ড্রাফট থেকে বেঁছে নেয়া দেশি খেলোয়াড় : তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান এবং এবাদত হোসেন।
 
ড্রাফট থেকে বিদেশি: মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান)।
 
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- অটো চয়েজ : নাসুম আহমেদ, বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), উইল জ্যাকস (ইংল্যান্ড)।
 
ড্রাফট থেকে বেঁছে নেয়া দেশি খেলোয়াড় : শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি এবং নাঈম ইসলাম।
 
ড্রাফট থেকে বিদেশি খেলোয়াড় : চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), 
 
ফরচুন বরিশাল- অটো চয়েজ : সাকিব আল হাসান, মুজিব উর রহমান (আফগানিস্তান), দানুশকা গুনাথিলাকা (শ্রীলঙ্কা) ও ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।
 
ড্রাফট থেকে দেশি: কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা), নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুর।
 
ড্রাফট থেকে বিদেশী খেলোয়াড় : ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ),
 
খুলনা টাইগার্স- অটে চয়েজ : মুশফিকুর রহিম, থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ভানুকা রাজাপাকসে (শ্রীলঙ্কা), নাভিন উল হক (আফগানিস্তান)।
 
ড্রাফট থেকে বেঁছে নেয়া দেশী খেলোয়াদ : শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনিক, নাবিল সামাদ।
 
ড্রাফট থেকে বিদেশি খেলোয়াড় : সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।
 
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- অটো চয়েজ : মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা), মঈন আলী (ইংল্যান্ড) ও সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)।
 
ড্রাফট থেকে দেশি: লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি এবং মেহেদী হাসান।
 
ড্রাফট থেকে বিদেশি খেলোয়াড় : কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), ওশেন থমাস (ওয়েস্ট ইন্ডিজ)।
 
সিলেট সানরাইজার্স- অটো চয়েজ : তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)।
 
ড্রাফট থেকে বেঁছে নেয়া দেশি খেলোয়াড় : মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলি, সিরাজ আহমেদ , মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন এবং শফিউল হায়াত হৃদয়।
 
ড্রাফট থেকে বিদেশি খেলোয়াড় : রবি বোপারা (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), (সংযুক্ত আরব আমিরাত)।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ