Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মাশরাফিও বিপিএল মাতাবেন ঢাকার হয়ে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ১:২১ পিএম
অটো চয়েজে দল না পাওয়া সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দলে ভিড়িয়েছে ঢাকা। প্রথম চয়েজে ঢাকা নিয়ে নেয় তামিম ইকবালকে। এরপর তারা নিয়ে নেয় আরেক অভিজ্ঞ খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজাকে। তাদের দুজনের কাউকে অটো চয়েজে দলে ভেড়ায়নি কেউ।  তামিম-মাশরাফি-মাহমুদউল্লাহ বাংলাদেশের পাঁচ পঞ্চপান্ডবের মধ্যে তিনজনই এবার একই দলের হয়ে বিপিএল মাতাবেন৷ 
 
কামরুল ইসলাম রাব্বিকে নেয় খুলনা। সিলেট তৃতীয় ডাকে নেয় পেসার আল আমিন হোসনকে। ফরচুন বরিশাল দলে ভেড়ায় মেহেদী হাসান রানাকে। কুমিল্লা নেয় ওপনোর ব্যাটসম্যান ইমরুল কায়েস। চট্টগ্রাম নেয় বিশ্বকাপজয়ী শামিম হোসেন পাটওয়ারিকে। আর মাশরাফি বিন মর্তুজাকে তৃতীয় ডাকে নেয় মাশরাফিকে। 
 
চতুর্থ ডাকে তারা নেয় শুভাগত হোমকে। চট্টগ্রাম নেয় মুকিদুল ইসলাম মুগ্ধকে৷ কুমিল্লা নেয় তানভীর ইসলামকে।  বরিশাল চতুর্থ দেশি খেলোয়াড় হিসেবে নেয় ফজলে মাহমুদ রাব্বিকে। সিলেট চতুর্থ স্থানীয় হিসেবে নাজমুলকে। আর খুলনা দলে ভেড়ায় ইয়াসির আলী রাব্বী।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ