বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্লেয়ার্স ড্রাফটে তামিমকে ইকবালকে নিয়েছে ঢাকা। অটো চয়েজে তিনি প্রথমে কোন দল পাননি তামিম। আজ প্লেয়ার্স ড্রাফটের শুরুতেই তাকে নিয়ে নেয় ঢাকা।
এদিকে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে আপাতত থাকছে বিসিবি। কিছু ঝামেলার কারণে ঢাকার মালিকানা দেয়া সম্ভব হয়নি।
আজ সকালে অটো চয়েছে সবার আগে মাহমুদুল্লাহ রিয়াদকে নেয় ঢাকা। যেহেতু ঢাকার কোন মালিকানা নেই। তাই ফ্র্যাঞ্চাইজিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও বিসিবির নির্বাচক হাবিবুল বাশার।
সবার আগে খেলোয়াড় ডাকার সুযোগ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স৷ তারা নেয় লিটন দাসকে। এরপর ঢাকা দলে নেয় তামিম ইকবালকে। সিলেট সানরাইজার্স নিজেদের প্রথম সুযোগকে নেয় মোসাদ্দেক হোসেন সৈকত। খুলনা টাইগার্স দলে নেয় শেখ মেহেদী হাসানকে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেয় শরিফুল ইসলামকে এবং ফরচুন বরিশাল দলে ভেড়ায় কাজী নুরুল হাসান সোহানকে।
দ্বিতীয় ডাকে বরিশাল প্রথমে নাজমুল হোসেন শান্তকে দলে নেয়। এরপর চট্টগ্রাম আফিফ হোসেনকে, খুলনা সৌম্য সরকারকে, সিলেট মোহাম্মদ মিঠুনকে, ঢাকা রুবেল হোসনকে এবং কুমিল্লা দলে নেয় শহিদুল ইসলামকে৷