ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে রবিবার রাতে ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে চেলসি। লিগে শিরোপার লড়াইয়ে টিকে থাকার জন্য ম্যাচটি ছিল চেলসির জন্য মহাগুরুত্বপূর্ণ। কারণ নিজেদের শেষ চারটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছিল তারা।
তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই তারা প্রথমে পিছিয়ে যায় তাও সেটি আত্মঘাতী গোল হজম করে। তবে পরবর্তীতে এক এক করে তিনবার বল জালে জড়ায় স্টামফোর্ড ব্রীজের ক্লাবটি৷ ফলে শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলার বিপক্ষে তাদের মাটিতে বড় জয় তুলে নিয়ে তবেই মাঠ ছাড়ে ব্লুরা। যদিও তারা তিনটি গোলের দুটি পেয়েছে পেনাল্টি থেকে। দুইবারই শট নিয়েছেন জর্গিনহো। অপর গোলটি করেছেন রোমেলু লুকাকু।
ম্যাচটিতে ২৮ মিনিটের সময় ভিলার রক্ষণভাগের খেলোয়াড় ম্যাট টার্গেটের করা ক্রস চেলসির জেমসের মাথায় লেগে জালে জড়িয়ে যায়৷ ম্যাচটির শুরু থেকেই মূলত গোল তুলে নেয়ার চেস্টা চালাতে থাকে ভিলা। মূলত তারই ফলশ্রুতিতে গোলটি পেয়ে যায় তারা। তবে ৩৪ মিনিটের সময় হাডসন ওদোইকে ফাউল করেন ম্যাথু ক্যাশ। এতে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পায় চেলসি। এরপর ৫৬ মিনিটের সময় বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নেমে লুকাকু গোল করেন। আর তখন অ্যাস্টন ভিলা উল্টো পিছিয়ে যায়।
চেলসিকে তৃতীয় গোলটিও আবার বলা যায় এনে দেন লুকাকুই। কারণ তাকে ফাউল করলে আবার পেনাল্টি পায় টমাস টুখেলের দল। ম্যাচের অন্তিম মূহুর্তে এজরি কুনসা বেলজিয়ান তারকাকে ডি বক্সের ভেতর ফেলে দেন। তাই দ্বিতীয়াবারের মতো পেনাল্টি থেকে গোল করার সুযোগ পায় চেলসি। যা কাজে লাগাতে একটুও ভুল করেননি জর্গিনহো।