Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমদিনই লুকেশ রাহুলের সেঞ্চুরি, শক্ত অবস্থানে ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ৯:৪৫ পিএম
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে প্রথম দিনই শক্ত অবস্থানে রয়েছে সফরকারী ভারত। ম্যাচটিতে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথমদিন ৩ উইকেট হারিয়ে ২৭২ রান করেছে বিরাট কোহলির দল। এদিন সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার লুকেশ রাহুল। তিনি ১২২ রান করে অপরাজিত আছেন। অপর ব্যাটসম্যান হিসেবে আজিঙ্কা রাহানে ৪০ রান করে দিন শেষ করেছেন। ফলে তারা এখন বেশ শক্ত অবস্থানে আছে। 
 
এদিকে এই সেঞ্চুরির মারটি দক্ষিণ আফ্রিকার মাটিতে রাহুলের প্রথম শতকের মার। তিনি এর আগে অস্ট্রেলিয়া ও  ইংল্যান্ডেও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। 
 
ব্যাটিং স্বর্গ উইকেটটিত ব্যাট করতে নেমে ভারতের শুরুটা বেশ ভালো হয়। তাদের প্রথম উইকেটের পতন হয় ১১৭ রানে।  এ সময় মায়াঙ্ক আগারওয়াল এলবিডব্লিউ আউট হন। তিনি ১২৩ বল খেলে ৬০ রান করেন। এরপর  অবশ্য ভারত ছোট একটি ধাক্কা খায়। কারণ  ওই সময়ই ১ বল খেলে কোন রান করার আগে চেতশ্বর পূজারা সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে পার্টনারশিপ গড়ে তোলেন  রাহুল। তারা এতে সফলও হন। তাদের এ পার্টনারশিপের পতন হয় দলীয় ১৯৯ রানের সময়৷ তখন কোহলি ৩৫ রান করে আউট হন। আজ দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি উইকেটের সবগুলো তুলে নিয়েছেন লুঙ্গি এনগিডি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ