Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসার দায়িত্বে চার অমুসলিম নারী পশ্চিমবঙ্গে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

ভারতে ধর্মীয় মেরুকরণের কথা নিয়ে চলছে বিস্তর, অনেকে বলছেন বিশেষত রাজনৈতিক দলগুলোর প্রচ্ছন্ন উদ্দীপনায় তা মাথাচাড়া দিচ্ছে। যদিও ভারতীয় সংবিধানে বরাবরই মোটা হরফে জ্বলজ্বল করে ধর্মনিরপেক্ষতার কথা, স¤প্রীতির কথা। এবার পশ্চিমবঙ্গে সেই স¤প্রীতির চিত্র এক অন্য মাত্রা নিল। মাদরাসা হাইস্কুলে প্রধানের দায়িত্বে হিন্দু নারীরা। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই নজির স¤প্রীতির এক অন্য চিত্র তুলে ধরল বলেই মত শিক্ষা মহলের। মাদরাসা স্কুলে প্রধান শিক্ষকার দায়িত্বে অমুসলিম, কথাটা তেমন প্রচলিত ছিল না। কোনো মুসলিম ব্যক্তিই দায়িত্ব পেয়েছেন এই পদের, প্রচলিত এই মতের ভাঙন ঘটল। দীপান্বিতা পাল, দেবশ্রী কর্মকার, টুম্পা হালদার, অনিতা তন্তুবায়- এই চার নারীর হাত ধরেই ভাঙছে মানুষের মনে গড়ে ওঠা মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা। পান্ডুয়ার সুলতানিয়া হাই মাদরাসায় এবার প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব নিচ্ছেন চুঁচুড়ার দীপান্বিতা পাল। বহুদিন মাদরাসায় শিক্ষিকা হিসেবে পড়ুয়াদের মধ্যে শিক্ষার আলো বিতরণ করেছেন তিনি। ভয়েস অফ আমেরিকা।



 

Show all comments
  • Mostafa kamal ২৭ ডিসেম্বর, ২০২১, ১০:০২ এএম says : 1
    it is injustice and unacceptable
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ