Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চুরানব্বই হাজার কোটি ডলারের বাজেট অনুমোদন জাপানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

জাপানে নতুন অর্থবছরের জন্য ৯৪ হাজার কোটি ডলারেরও বেশি বার্ষিক বাজেটের অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। এ নিয়ে টানা ১০ বছরের মতো জাপানে এত বড় অংকের বাজেট বরাদ্দ করা হলো। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কভিড-১৯ মহামারী সংকট উত্তরণে প্রাধান্য দেয়া হয়েছে দেশের বাজেটে। খবর রয়টার্স। প্রবৃদ্ধি ও সম্পদ বণ্টনে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার লক্ষ্য বাস্তবায়নে এবারের বাজেট পরিকল্পনায় গুরুত্বারোপ করা হয়েছে। আগামী বছরের এপ্রিলে জাপানের নতুন অর্থবছর শুরু হতে যাচ্ছে। এর জন্য ১০৭ দশমিক ৬ কোটি ট্রিলিয়ন ইয়েন বা ৯৪ হাজার কোটি ডলারেরও বেশি বাজেট অনুমোদন করেছে সরকার। ফুমিও কিশিদার প্রধানমন্ত্রীত্বে এটিই দেশের প্রথম বাজেট। তথ্যানুযায়ী, আগামী বছরের মার্চে এ বাজেট জাপানের সংসদে পাস করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, মহামারীতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারের পেছনে ব্যয় করা হবে এবার। মহামারীতে ক্ষতিগ্রস্ত খাত উন্নয়নের জন্য বরাদ্দ ৩৬ লাখ কোটি ইয়েন প্রণোদনা অনুমোদনের কয়েক দিনের মধ্যেই এ ঘোষণা করা হলো। এ বিষয়ে জাপানের অর্থমন্ত্রী শুনিচি সুজুকি লক্ষ্যে স্থির থাকার কথা বলেছেন। সরকারি আর্থিক খাতগুলো উন্নত করার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বড় অংকের অর্থ ব্যয়ের অর্থ জাপানের নীতিনির্ধারকদের মধ্যে আর্থিক ব্যয়ের নীতি শিথিল হচ্ছে। দেশটির প্রধান বাজার অর্থনীতিবিদ ইয়াসুনারি উয়েনো বলেন, সরকারি দেনা পরিশোধ করতে রাজনীতিবিদদের মধ্যে কোনো প্রয়াস দেখা যাচ্ছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারে অতিরিক্ত খরচের জন্য ৫ লাখ কোটি ইয়েন, প্রতিরক্ষার জন্য ৫ লাখ ৩৭ হাজার কোটি, সমাজকল্যাণে ৩৬ লাখ ৩০ হাজার কোটি ও ঋণের সুদ পরিশোধে ২৪ লাখ ৩০ হাজার কোটি ইয়েন বরাদ্দ রয়েছে। তথ্যানুযায়ী, জাপান বিশ্বের তৃতীয় সব থেকে বড় অর্থনীতির দেশ। ৫ লাখ কোটি ডলার অর্থনীতিরও দ্বিগুণ দেশটির জনসাধারণের দেনার পরিমাণ, যা যেকোনা শিল্পায়ন দেশের তুলনায় বেশি। এদিকে জাপানের প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদে দেশের সরকারি অর্থায়ন খাতে উন্নয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। পূর্বাভাস বলছে, আগামী বছর ৩৬ লাখ ৯০ হাজার কোটি ইয়েন ঋণ নেবে জাপান। চলতি বছর প্রাথমিক ঋণের পরিকল্পনা ছিল ৪৩ কোটি ৬০ লাখ ইয়েন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ