Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও দেড় হাজার ফ্লাইট বাতিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

বিশ্বজুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ, কর্মী সংকট ও অসুস্থতার কারণে আরও দেড়হাজার ফ্লাইট বাতিল হয়েছে। বড়দিনের উৎসবের মধ্যে রবিবারের ফ্লাইট বাতিলে ভোগান্তিতে পড়েন বহু পর্যটক। এ কয়েকদিন সব মিলিয়ে প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। বাতিল হওয়া এসব ফ্লাইটের অধিকাংশই চীন ও যুক্তরাষ্ট্রের। এমন পরিস্থিতিতে সোমবার আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। ওমিক্রন স্ট্রেইন দ্রæত ছড়িয়ে পড়ায় অনেক ক্রু অসুস্থ হয়ে পড়েছেন। কারও কারও করোনা পজেটিভি এসেছে। সংকটময় পরিস্থিতির পেছনে ওমিক্রনের ক্রমবর্ধমানকে দায়ী করছে বিমান কোম্পানিগুলো। প্রাথমিকভাবে এখন পর্যন্ত ওমিক্রনকে অতি সংক্রামক হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। যারা সংক্রমিত হয়েছেন তাদের হাল্কা কাশি ও জ্বরের উপসর্গ দেখা গেছে। ফ্লাইট অ্যাওয়ার নামের একটি সংস্থার মতে, রবিবার শুধু যুক্তরাষ্ট্রেই ৪ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। একইদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দরের অর্ধশত বাতিল করে সংশ্লিষ্টরা। দুনিয়াজুড়ে গত শুক্রবার থেকে এ পর্যন্ত বাতিল হয়েছে প্রায় ৫ হাজার ৭০০ ফ্লাইট। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ