Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিধানসভায় প্রতিদ্ব›িদ্বতায় কৃষকদের ২২ গ্রুপের নতুন ফ্রন্ট এসএসএম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

এক বছর ধরে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শেষ করার দু’সপ্তাহ পরে কৃষকদের ২২টি গ্রুপ একত্রিত হয়ে রাজনৈতিক ফ্রন্ট গঠন করেছে শনিবার। এই রাজনৈতিক জোট ভারতের পাঞ্জাবে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে যাচ্ছে। তাদের ফ্রন্টের নাম দেয়া হয়েছে সংযুক্ত সমাজ মোর্চা (এসএসএম)। এতদিন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করে এসেছে কৃষকদের সংগঠন- সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)। তাদের নামানুসারে এই রাজনৈতিক ফ্রন্টের নামকরণ করা হয়েছে। এ খবর দিয়েছে ভারতের অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, এসকেএমের ৩২টি কৃষক গ্রুপের মধ্য থেকে ২২টি একসঙ্গে যুক্ত হয়ে গঠন করেছে এই রাজনৈতিক ফ্রন্ট। তাদেরকে সমর্থন করেছে আরো তিনটি সংগঠন। অন্যদিকে এসকেএম পরিষ্কার করেছে যে, তারা নিজেদের রাজনৈতিক ফ্রন্ট হিসেবে ব্যবহার করবে না। কারণ এসকেএম গড়ে তোলা হয়েছে শুধু কৃষকদের সমস্যা সমাধানের জন্য। বিভিন্ন সূত্র বলেছেন, নবগঠিত এসএসএম পরবর্তীতে যোগ দিতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিতে। কিন্তু এখন পর্যন্ত এসএসএম-এর নেতারা এটা নিশ্চিত করেছেন যে, তারা নিরপেক্ষভাবে নির্বাচন করবেন। দলটির সিনিয়র কৃষকনেতা বলবীর সিং রাজেওয়ালকে এসএসএমের নেতা নির্বাচিত করা হয়েছে। তিনি বলেছেন, কৃষকদের বিক্ষোভ দেখে জনগণের মধ্যে প্রত্যাশা বেড়ে গেছে। তারা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন একটি রাজনৈতিক দল চালু করার। এর আগে হরিয়ানাভিত্তিক কৃষক নেতা গুরনাম সিং চারুনি নিজের মতো করে গঠন করেন রাজনৈতিক দল। এর নাম দেন সংযুক্ত সংঘর্ষ পার্টি। টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ