রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে উত্তর শ্রীমাই গ্রামে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি শ্রীমাই বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সিরাজুল ইসলামের পিতা এনু মিয়া বাদি হয়ে খোরশেদ আলমসহ ৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার বিবরণে জানা যায়, প্রতিপক্ষ খোরশেদ আলমের সাথে এনু মিয়ার মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে গত ২১ অক্টোবর এনু মিয়ার ছেলে সিরাজুল ইসলামকে ইট মেরে মাথায় গুরুত্বর জখম করে। এরপর গত ২২ অক্টোবর সিরাজুল ইসলামের স্ত্রী মিনু আকতার তার বাচ্চাদেরকে স্কুলে নেয়ার পথে উত্তর শ্রীমাই কমল তালুকদারের বাড়ির সামনে পৌঁছলে প্রতিপক্ষের লোকজন মিনু আকতারকে গতিরোধ করে তাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় খোরশেদ আলম মিনু আকতারকে কিরিচ দিয়া কোপ দিলে মিনু আকতারের ডানহাতের কবজির উপর বাহুতে লাগে। খোরশেদের ভাই মোরশেদ ধারালো দা দিয়ে মিনুকে কোপ দিলে বাম হাতের কবজিতে লেগে গুরুত্বর জখম হয়। এ সময় প্রতিপক্ষরা স্বর্ণালংকার ও মোবাইল সেট লুট করে নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আরিফুল হক দোলন জানান, আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।