নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ফেডারেশন কাপের প্রথম দিন শনিবার মাঠে আসেনি দুই দল। ফলে উদ্বোধনীসহ কোন ম্যাচই মাঠে গড়ায়নি। তবে রোববার দ্বিতীয় দিনে অবশ্য টুর্নামেন্টের খেলা মাঠে গড়িয়েছে। এদিন ‘সি’ গ্রুপের ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে রুখে দিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুলিশ ১-১ ব্যবধানে রুখে দিয়েছে সাইফকে। সাইফের পক্ষে রুয়ান্ডার ডিফেন্ডার এমেরি বেইসেঙ্গে এবং পুলিশের আফগান স্ট্রাইকার আমিরুদ্দিন শরিফি একটি করে গোল করেন। দু’টি গোলই হয় পেনাল্টি থেকে।
ম্যাচে স্পষ্ট আধিপত্য ছিল সাইফ স্পোর্টিং ক্লাবের। তবে গোলের প্রথম সুযোগটি তৈরি করে পুলিশই। ৯ মিনিটে আদিল খুশখুশের পাসে আমিরুদ্দিন শরিফি পোস্টের খুব কাছে থেকে শট নিতে গিয়ে পড়ে যান। এরপর থেকেই সাইফের দাপট শুরু হয়। তবে টানা চারটি সুযোগ পেয়েও গোল করতে পারেনি তারা।
ম্যাচের ১৫ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রিকিক পুলিশের গোলরক্ষক মোহাম্মদ নেহাল ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন। ২৪ মিনিটে এমফন সানডে বক্সের ভিতরে বল পেয়েও শট নিতে পারেননি। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে ফয়সাল আহমেদ ফাহিম শট নিলে তা বাইরে চলে যায়। ম্যাচের ৩৮ মিনিটে নাসিরুলের কাটব্যাক থেকে এমেকা ওগবাগ প্লেসিং শট করলে নেহালের গ্লাভসে বল জমা পড়ে। গোলশূন্য প্রথমার্ধ শেষ হলেও বিরতির পর গোল হয়েছে। ৫৪ মিনিটে ফাহিমকে অবৈধভাবে বাধা দেন পুলিশের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ড্যানিলো অগাস্তো। রেফারি সাইমুন হাসান পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে গোল করেন এমেরি বেইসেঙ্গে (১-০)। ম্যাচের যোগকরা সময়ে (৯০+২ মিনিট) ভাগ্যদেবী মুখ তুলে তাকান পুলিশের দিকে। এসময় সাইফের ডিফেন্ডার রিয়াদুল হাসান অবৈধভাবে বাধা দেন ড্যানিলো অগাস্তোকে। পেনাল্টি পায় পুলিশ। স্পট কিক থেকে চমৎকার গোল করে দলকে সমতায় ফেরান আমিরুদ্দিন শরিফি (১-১)।
একই দিন সন্ধ্যায় এই ভেন্যুতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। শেখ জামাল মাঠে আসলেও মুক্তিযোদ্ধা আসেনি। তারা ফেডারেশন কাপ বর্জন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।