Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ৮:০০ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ঢাকা ১৪ আসনের সাবেক এমপি এসএ খালেকের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে স্বেচ্ছাসেবক দল। রোববার (২৬ ডিসেম্বর) স্বেচ্ছাসেবক দল শাহ আলী থানার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাসির উদ্দিন বিপ্লবের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফকরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, মফিদুল আলম খান, ইফতেখারুজ্জামান শিমুল, এমজি রাসেল, নাহিদ ইমতিয়াজ গালিব, মিরপুর থানা বিএনপিসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলু, দারুস সালাম থানা বিএনপিসাধারণ সম্পাদক আরিফ মৃধা, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, স্বেচ্ছাসেবক দল নেতা- ইকবাল মাহমুদ রিপন, কামাল আহমেদ আসাদ, কাউসার হামিদ, ফিরোজ আহমেদ, এসএ খোকন, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, রুস্তম আলী, হাসান মাহমুদ লালন, চাঁন মিয়া সরদার, মিজানুর রহমান মিজান, কেএম সামী, মির্জা মাসুদ, মাহবুবুর রহমান, রাজু আহম্মেদ, আব্দুল মোতালেব, নজরুল ইসলাম শোভন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাজীব আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ