Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে হাত বাড়ালেই মিলছে মাদক

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বত্রই মাদকে সয়লাব হয়ে গেছে। এর ফলে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। জানা গেছে, সুন্দরগঞ্জ পৌর শহর ও তার আশপাশে মাদকদ্রব্য সেবনকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হাত বাড়ালেই পাওয়া যায় এসব মাদকদ্রব্য। উপজেলার হাসপাতাল সংলগ্ন নজির হোসেন, দবু, শফিকুলের বাড়িতে প্রকাশ্যে চলছে মানব বিধ্বংসী ইয়াবা, হিরোইন, ফেনসিডিল, মদ ও গাঁজা বিক্রয়। থানা সংলগ্ন উত্তর পাশে শামীম, ইদ্রিস আলী, মীরগঞ্জ বাজার সংলগ্ন স্লুইসগেটের পাশে আঃ বারী, সর্বানন্দ ইউনিয়নে আনন্দ বাজার সংলগ্ন কামাল পাগলার বাড়ি, বাষট্টির মোড়ের পশ্চিম পাশে আকবর হোসেন ও সিরাজুল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের খ্যাতনামা মাদক স¤্রাট আব্দুল ছালাম ওরফে ঠসা ছালাম প্রকাশ্যে এসব মাদকদ্রব্য বিক্রয় করে চলেছে। এসব স্থানে দিবারাত্রি সর্বক্ষন চলছে বিভিন্ন ধরনে মাদকদ্রব্য বেচাকেনা। এলাকার কোন সচেতন মহল প্রশাসনকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মাদক ব্যবসায়ীরা কেটে পড়ে। থানা পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাব সদস্যারা অভিযান চালিয়ে ইতোমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও থেমে নেই তাদের ব্যবসা। গ্রেফতারের পর জেলে পাঠানো হলেও জামিনে বেরিয়ে এসে তারা জোরেসোরেই মাদক ব্যবসা করছে। এলাকাবাসীর দাবি যে কোন মূল্যেই হোক মাদক ব্যবসা বন্ধ করতে হবে । প্রশাসন কঠোর হলেই সম্ভব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুন্দরগঞ্জে হাত বাড়ালেই মিলছে মাদক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ