Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধ

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বামী-স্ত্রীর মধ্যে ভোট যুদ্ধ তুঙ্গে উঠেছে। জানা গেছে, আগামী ৩১ অক্টোবর হরিপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে স্বামী-স্ত্রীসহ ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রফিকুল ইসলাম রন্জু (লাঙ্গল) ও তার স্ত্রী স্বতন্ত্রপ্রার্থী রোকসানা বেগম (মোটরসাইকেল), অন্যান্য প্রার্থীরা হলো- আব্দুর রশিদ সরকার (নৌকা), বর্তমান চেয়ারম্যান মোজাহারুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র আসাদুজ্জামান (ঘোড়া), নাফিউল ইসলাম জিমি (আনারস)। নির্বাচনী প্রচারণায় স্বামী-স্ত্রীর ভোট যুদ্ধ তুঙ্গে উঠেছে। তারা উভয়ে ভিন্ন ভিন্ন কায়দায় ভোট প্রার্থনা করে চলেছেন। স্বামী জিতবে না স্ত্রী জিতবে এ প্রশ্ন সকলের মনে দোল খাচ্ছে। বিশেষ করে বেকায়দায় পড়েছেন এ দুই প্রার্থীর নিকটতম আত্মীয়-স্বজনরা। কাকে ভোট দিবেন তা বুঝে উঠতে পারছেন না তারা। এ ব্যাপারে রফিকুল ইসলাম রঞ্জু জানান, ৩ মেয়াদ আগে আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। বিশেষ কারণে পরবর্তী নির্বাচনগুলোতে অংশগ্রহণ করিনি। কিন্তু আমার ইমেজ যথেষ্ট আছে মাঠে। স্ত্রী রোকসানা বেগম জানান, তৃণমূল নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ একেবারেই শূন্যের কোটায়। তাই প্রার্থী হয়েছি। এ নির্বাচনে সংরক্ষিত ৩ আসনের বিপরীতে ১৪ জন এবং সাধারণ ৯ আসনের বিপরীতে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা নাওয়া-খাওয়া ছেড়ে রাত জেগে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। পুরুষ প্রার্থীর সাথে তাল মিলিয়ে মহিলা প্রার্থীরাও ভোট প্রার্থনায় কোমর বেধে মাঠে নেমেছেন। অনেকের অস্তিত্বের লড়াই হিসেবে দাঁড়িয়েছে এ নির্বাচন। নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতা তুলে ধরে আগাম নির্বাচনী প্রতিশ্রুতিও ব্যক্ত করছেন প্রার্থীরা। তবে গত ৩ মেয়াদ থেকে নির্বাচিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোজাহারুল ইসলাম তার অবস্থান ধরে রাখতে ও আ.লীগ সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ সরকার নতুন করে অবস্থান সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধ

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ