মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইয়েমেনে ফের হামলা চালিয়েছে সউদী জোট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় বিদ্রোহী গ্রুপ হুথির ক্যাম্পে হামলা চালানো হয়েছে।
সউদী আরবের সউদী প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আল জাজিরা বলছে, হামলায় হুথি বিদ্রোহীদের অস্ত্রভাণ্ডার গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
রবিবার এক বিবৃতিতে বলা হয়েছে, আল-তাশরিফাত ক্যাম্প থেকে সানায় অস্ত্র সরবরাহের জবাবে এই হামলা চালিয়েছে সউদী জোট।
তবে এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।
গত কয়েক বছর ধরে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সউদী জোট। এতে দেশটির ১০ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। এছাড়া দেশছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘ একে বিশ্বের সবচেয়ে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন। তথ্যসূত্র: আল জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।