Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিহারে নুডলস কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত অন্তত ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ৫:৫৬ পিএম

ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে দুপুরে শহরের শিল্পাঞ্চলে মোদী কুরকুরে ও নুডলস কারখানায় একটি বয়লার বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আশেপাশের কারখানার লোকজনসহ আরো অনেক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, ঘটনাস্থলে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসকসহ একাধিক শীর্ষ কর্মকর্তা উপস্থিত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বয়লার বিস্ফোরণটা এতটাই শক্তিশালী ছিল যে, এর আওয়াজ ৫ কিলোমিটার পর্যন্ত শোনা যায়। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের চিড়া ও আটার কারখানাও। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। এখনো উদ্ধারকাজ চলছে। তবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার সময় কারখানায় কতজন কাজ করছিলেন তা এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস মিলে উদ্ধার কাজ চালাচ্ছে। ট্রাক্টর দিয়ে কারখানার গেট বন্ধ করে দেয়া হয়েছে।
প্রতিবেশীরা জানান, বয়লার বিস্ফোরণে বিকট শব্দ হয়। এর জেরে এলাকার বাড়িগুলোর জানালা এবং দরজা পর্যন্ত কেঁপে ওঠে। এদিকে, কারখানায় কর্মরত কর্মচারীদের স্বজনরা তাদের প্রিয়জনের খোঁজ পেতে কারখানার বাইরে অপেক্ষায় রয়েছেন। একইসঙ্গে লোকজনকে ভিতরে যেতে বাধা দিচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা। এই আবহে সেখানে পরিস্থিতি খুব গুরুতর হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ