Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাক মারার হাফসেঞ্চুরি হয়েছে ইংল্যান্ডের!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ৫:৩০ পিএম
অ্যাশেজে সময়টা খারাপ যাচ্ছে ইংল্যান্ডের। অপরদিকে একক আধিপত্য দেখাচ্ছে অস্ট্রেলিয়া৷ আজ সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে নামে দুই দেশ। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড আজ মাত্র ১৮৫ রানে অলআউট হয়েছে। দলের বাকিরা রানের খাতা খুলতে পারলেও ওপেনার হাসিব হামিদ ০ রানে ফিরেছেন। আর এর মাধ্যমে এই ২০২১ সালে টেস্টে ৫০ বার ইংল্যান্ডের ব্যাটসমস্যান ডাক মেরেছেন। মানে তাদের এ দিক দিয়ে হাফসেঞ্চুরিই হয়ে গেল। 
 
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের পুরো ক্রিকেট কাঠামো বেশ শক্তিশালী হয়েছে। ২০১৯ সালের বিশ্বকাপ জয় করে তারা। এরপর এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে খেলেছে। তবে অ্যাশেজে এসে যেন নিজেদের খুঁজে পাচ্ছে না তারা৷ যদিও ইংল্যান্ডের টেস্ট দল ও সাদা বলের দল আলাদা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ