Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বিয়ানীবাজারে জাল ভোট দিতে গিয়ে ৪ কিশোর আটক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:৩৬ পিএম

সিলেটের বিয়ানীবাজার উপজেলা ৪নং শেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে দিগলবাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে চার কিশোরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এদের সবার বয়স ১৬ বছরের নীচে। আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে তাদেরকে আটক করে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে আটক করে রাখেন দায়িত্বরত প্রিসাইডিং অফিসার। এসময় ফাহিম মিয়া (১৬) নামের এক কিশোরকে প্রিসাইডিং অফিসার তার কক্ষের টেবিলের নীচে কিশোরের মাথা রেখে শাস্তি দিতে দেখা যায়। তবে আটককৃত ফাহিম ছাড়া অন্যদের শাস্তি দিতে দেখা যায়নি। সেই সাথে তাদের পরিচয়ও জানাতে অনিহা প্রকাশ করেন দিগলবাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার শাহেদুল হক বলেন, জাল ভোট দিতে আসার কারণে ফাহিম মিয়া নামের এক কিশোরসহ কেন্দ্র থেকে চারজন আটক করা হয়েছে। এজন্য কিশোর ফাহিমকে বেলা ১টা পর্যন্ত টেবিলের নীচে মাথা রেখে শাস্তি দেয়া হবে বলে জানান তিনি । আরও তিন কিশোরের বিষয় জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। বিয়ানীবাজার উপজেলা ৪নং শেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে দিগলবাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার জন্য একই সাথে লাইনে দাঁড়ায় ফাহিমসহ তার চার সহপাঠী। ভোট কক্ষে তারা একই সাথে চারজন প্রবেশ করে। এসময় দায়িত্বরত এজেন্টসহ অন্যদের চোখে বিষয়টি ধরা পড়লে তারা সাথে সাথে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা কোন ভোটার আইডি দেখাতে পারেনি। এরপর কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারের হাতে তুলে দেয়া হয় তাদেরকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ