Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামনে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেটের আরেক ক্যালেঙ্কারি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:১৭ পিএম
কয়েকদিন আগে এক নারীকে অশ্লীল মেসেজ দেয়ার কারণে নিজের অধিনায়কত্ব হারান অস্ট্রেলিয়ার টিম পেইন। যদিও ওই ঘটনাটি ছিল তিন বছর আগের। কিন্তু অ্যাশেজ সিরিজের ঠিক আগ মূহুর্তে এটি সামনে চলে আসে। এরপর পেইনের অধিনায়কত্বও যায়, আবার অ্যাশেজও খেলা হল না। 
 
এবার আরেকটি ক্যালেঙ্কারি সামনে চলে আসছে। সেটিও নারী ও খেলোয়াড় সংক্রান্ত। 
 
দেশটির সংবাদমাধ্যম দি সানডে এজ অস্ট্রেলিয়া ক্রিকেটের ইনটেগ্রিটি বিভাগের প্রধান সিন ক্যারোল ও অজ্ঞাত এক নারীর মধ্যে হওয়া  একটি ফোন কলের বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। যদিও ধারণা করা হচ্ছে তাদের মধ্যে হওয়া ফোন কলটি দুই-তিন বছরের পুরনো। 
 
ওই ফোন কলটিতে শোনা যায় সেই নারী দাবী করছেন তার কাছে প্রমাণ আছে একজন বেশ বড় খেলোয়াড় বারান্দায় এসে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে, নিয়মিত কোকেন সেবন করে ও  অসংখ্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে। তিনি যদি এগুলো ফাঁস করেন তাহলে সেই খেলোয়াড়ের ক্যারিয়ার ধংস্ব হয়ে যাবে। 
 
সানডে এজ জানিয়েছে তারা গোপনভাবে এ অডিওর মেইলটি পেয়েছেন৷ তাদের ধারণা নারীটি ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে কাজ করতেন। তার উদ্দেশ মূলত ইনটেগ্রিটি বিভাগের মুখোশ উন্মোচন করে দেয়া৷ যাদের কাজ হলো ক্রিকেটারদের মধ্যে যেন নিয়ম শৃঙ্খলা নিয়ে কাজ করে সেটির দেখাশুনা করা বা দায়িত্ব নেয়া৷ কিন্তু সে কাজ তারা ঠিকমতো করছে না৷ সূত্র :  নিউডেইলি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ