Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধিনায়কত্বের সঙ্গে দলে জায়গাও হারাবেন কোহলি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১১:৪২ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯  সালে সর্বশেষবার সেঞ্চুরির দেখা পান বিরাট কোহলি। তার শেষ সেঞ্চুরিটি এসেছিল বাংলাদেশের বিপক্ষে। এরপর তিন অঙ্কের ঘর আর ছোয়া হয়নি তার।  সেঞ্চুরি বা ভালো রান না পেলেও দলে তার জায়গা নিয়ে কোন শঙ্কা তৈরী হয়নি৷ তবে যদি এমন করে আর কিছুদিন চললে টেস্ট দল থেকে কোহলি বাদ পরে যেতে পারেন বলে মনে করেন সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসার। কাল থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত। এর আগে এমন মন্তব্য করলেন পানেসার। এ ব্যপারে তিনি বলেন, ‘আমি মনে করি দক্ষিণ আফ্রিকা সিরিজে কোহলি অনেক বেশি উদ্বুদ্ধ হবে  ভালো কিছু করতে। কারণ টেস্টে সে ভালো না করতে পারলে তার জায়গাটি অন্যদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। তাই সে মাঠে পারফর্ম করতে এখন কিছুটা চাপে আছে। তাকে আসলে ভালো কিছু করতে হবে এবং কিছু জিততে হবে।’ 
 
এদিকে কয়েকদিন আগে বিরাট কোহলির কাছ থেকে অনেকটা জোর করে ওয়ানডের অধিনায়কত্ব নিয়ে নেয়া হয়৷ বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে কিছুদিন ঝামেলা চলেছিল।  কোহলি ও বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী বিপরীত বক্তব্য দিয়েছিলেন। তবে টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে তার সঙ্গে কোন ঝামেলা নেই। তবে ব্যাটে রান খরা চললে ভারতীয় বোর্ড ওয়ানডের অধিনায়কত্ব নিয়ে নেয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে তাকে দল থেকে বাদ দিয়ে৷


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ